
Home দৃষ্টিপাত (Visibility) > ডিএমপির এডিসি নাজমুল ইসলাম সোপান Jessore.info- উন্নয়নে আর্থিক সহায়তা দেয়ায় কৃতজ্ঞ যশোর ইনফো পরিবার।
এই পৃষ্ঠাটি মোট 84559 বার পড়া হয়েছে
ডিএমপির এডিসি নাজমুল ইসলাম সোপান Jessore.info- উন্নয়নে আর্থিক সহায়তা দেয়ায় কৃতজ্ঞ যশোর ইনফো পরিবার।

২০১৪ সালের আগস্ট মাসে ওয়েবসাইট পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভবোতোষ মুখার্জী সুবীর। এর কিছুদিন পর তিনি এই ওয়েবসাইট আধুনিকায়নের ঘোষণা দেন। ওয়েবসাইটের প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজিব কুমার রক্ষিতের সাথে এ বিষয়ে কথা বললে তিনি ১ লক্ষ ৫০ হাজার টাকা খরচের হিসাব দেন। কিন্ত ওয়েবসাইটের ফান্ডে এই কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় আপডেট কার্যক্রম বাধাগ্রস্থ হয়। সমস্যার কথা জেনে জনাব নাজমুল ইসলাম সোপান ওয়েবসাইটের এই উন্নয়ন কাজে সহযোগিতা প্রদানে এগিয়ে আসেন। তার দেয়া এই অর্থ দিয়ে আপডেট কার্যক্রম সচল রাখা সম্ভব হয়। ওয়েবসাইট পরিচালনা কমিটির পক্ষ থেকে জনাব নাজমুল ইসলাম সোপানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
নাজমুল ইসলাম সোপানের সংক্ষিপ্ত পরিচিতি:
- জন্ম: ৫ জুলাই ১৯৭৬ সাল।
- জন্মস্থান: আব্দুল আজিজ সড়ক, পুরাতন কসবা, যশোর।
- লেখাপড়া: এসএসসি-মিউসিপ্যালিটি প্রিপারেটরি হাইস্কুল, এইচএসসি-যশোর ক্যান্টনমেন্ট কলেজ, অনার্স ও মাস্টার্স- ঢাকা বিশ্ববিদ্যালয় (ভূতত্ত্ব বিভাগ)।
- মোবাইল নম্বর: ০১৮১৯১১২৬৭৪, ০১৯১১২১৬২১১
-
ই-মেইল: aspsopan@gmail.com / spn_naz@yahoo.com