
Home দৃষ্টিপাত (Visibility) > সাভারের হেমায়েতপুরে লাজপল্লী কনভেনশন সেন্টার উদ্বোধন
এই পৃষ্ঠাটি মোট 84639 বার পড়া হয়েছে
সাভারের হেমায়েতপুরে লাজপল্লী কনভেনশন সেন্টার উদ্বোধন

গত ২৪ ডিসেম্বর ২০১৫, শনিবার দুপুর ১২টায় যশোরের কিছু বিশিষ্ট ব্যক্তিসহ প্রায় দুই শতাধিক
মানুষের উপস্থিতিতে কনভেনশন সেন্টারের ফলক উন্মোচন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্প

দ
মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান ফলক উন্মোচন করেন। সেখানে উপস্থিত
সাবেক শিক্ষা সচিব জনাব নজরু
ল ইসলাম খান, সেনাবাহিনীর সাবেক প্রধান লে. জে. জনাব হারুন উর রশিদ, পাসপোর্ট ইমিগ্রেশনের সাবেক মহাপরিচালক জনাব আব্দুল মাবুদ, সাবে
ক মেজর জেনারেল জনাব জামিল ডি. এহসানসহ আরও কিছু গন্যমান্য ব্যক্তিবর্গ। এরপর ফিতা কেটে কনভেনশনের হলের ভেতরে প্রবেশ করেন সাবেক প্রধান লে. জে. জনাব হারুন উর রশিদ।
ঢাকা-আরিচা মহাসড়কে হেমায়েতপুর বাসস্টান্ড পার হয়ে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত এই “লাজপল্লী কনভেন সেন্টার”। গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম এই গার্ডেন কনভেশন সেন্টার “লাজপল্লী কনভেন সেন্টার”। একটি
উন্মুক্ত আউটডোর ও একটি কনফারেন্স হলরুমসহ দু’দুটো মঞ্চ দিয়ে সাজানো হয়েছে এই অভিজাত কনভেনশন সেন্টার। অফিসিয়াল মিটিং, কর্পোরেট বার্ষিক সভা (এজিএম), কনফারেন্স, সেমিনার-সিম্পোজিয়াম, সকল প্রকার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান, আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মশালা ও সামাজিক অনুষ্ঠানসহ শিক্ষা-চিকিৎসা-পর্যটন-অভিবাসী বিষয়ের প্রচার প্রদর্শনী ও সম্মেলনের এক উপযুক্ত স্থান।
কনভেশন হল সংলগ্ন দোতলায় অতিথিদের বিশ্রাম তথা রাত্রিযাপনের জন্য রয়েছে তিন তারকা হোটেল সমমানের আটটি ডবল বেডের সুস্বজ্জিত কক্ষ। বিদেশী অতিথী বা ঢাকার বাইরে থেকে আগত অতিথী যারা দীর্ঘ মেয়াদে অবস্থান করতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে বিশেষ নিরাপত্তাসহ আর্থিক ছাড়।

মোঃ লুৎফর রহমান
ব্যবস্থাপনা পরিচালক
ঢাকা-আরিচা মহাসড়কে হেমায়েতপুর বাসস্টান্ড পার হয়ে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত এই “লাজপল্লী কনভেন সেন্টার”। গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম এই গার্ডেন কনভেশন সেন্টার “লাজপল্লী কনভেন সেন্টার”। একটি

কনভেশন হল সংলগ্ন দোতলায় অতিথিদের বিশ্রাম তথা রাত্রিযাপনের জন্য রয়েছে তিন তারকা হোটেল সমমানের আটটি ডবল বেডের সুস্বজ্জিত কক্ষ। বিদেশী অতিথী বা ঢাকার বাইরে থেকে আগত অতিথী যারা দীর্ঘ মেয়াদে অবস্থান করতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে বিশেষ নিরাপত্তাসহ আর্থিক ছাড়।

মোঃ লুৎফর রহমান
ব্যবস্থাপনা পরিচালক
লাজফার্মা লিঃ
৬৩/১/এ, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।মোবাইলঃ ০১৮১৭৫৯৫০৬৬, ০১৮১৯২৮৯৩২০
