
Home দৃষ্টিপাত (Visibility) > যশোর ইনফো ফাউন্ডেশনের উদ্যোগে ৭০ জন বয়স্ক নারী শিক্ষার্থীদের নিয়ে বনভোজন অনুষ্ঠিত-
এই পৃষ্ঠাটি মোট 84576 বার পড়া হয়েছে
যশোর ইনফো ফাউন্ডেশনের উদ্যোগে ৭০ জন বয়স্ক নারী শিক্ষার্থীদের নিয়ে বনভোজন অনুষ্ঠিত-
যশোর বিনোদীয় পিকনিক স্পটে শুক্রবার যশোর ইনফো ফাউন্ডেশনের উদ্যোগে নানী দাদীদের ব্যতিক্রমধর্মী বনভোজন অনুষ্ঠিত হয়। গরীব অসহায় কাজের বুয়া, হোটেল শ্রমিক, সবজি বিক্রেতাসহ ৭০ জন বয়স্ক নারী শিক্ষার্থী এই বনভোজন মাতিয়ে তোলেন। বনভোজনে কাঁনামাছি, বালিশ ছোঁড়াসহ গ্রামীণ কয়েকটি খেলাধুলারও আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলম, সাংবাদিক মশিউল আজম, শিল্পপতি আব্দুল কাদের, বিশ্বনাথ দত্ত, যশোর ইনফো’র যুগ্ম সচিব মুুরাদ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক জামাল হোসেন, ব্যবসায়ী ফরহাদ হোসেন, গোলাম প্যাডেল স্কুলের প্রধান শিক্ষক হাসান, বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। যশোর ইনফো ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন সিদ্দিকী (মিশু) ও যশোর বিভাগ আন্দোলন নেতা হাবিবুর রহমান খান ব্যতিক্রমধর্মী এই বনভোজনের আয়োজন করেন।
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |