
Home ধর্ম-সাধক / Religion-saint > হযরত বোরহান শাহ (রঃ) / Hazrat Borhan Shah (Rh.)
এই পৃষ্ঠাটি মোট 89485 বার পড়া হয়েছে
হযরত বোরহান শাহ (রঃ) / Hazrat Borhan Shah (Rh.)
হযরত বোরহান শাহ (রঃ)
Hazrat Borhan Shah (Rh.)
Jessore
Hazrat Borhan Shah (Rh.)
Jessore
হযরত বোরহান শাহ উলুখ খান জাহান আলীর একজন শিষ্য ছিলেন। তিনি হযরত গরীব শাহ এর একজন সঙ্গী ছিলেন। পীর খান জাহান আলীর নির্দেশে তিনি মুরলী কসবা অঞ্চলে ইসলাম প্রচারের জন্য দায়িত্বপ্রাপ্ত হন। তিনিও হযরত গরীব শাহের ন্যায় মানুষ কে ইসলামের আদর্শ সম্পর্কে বুঝিয়ে দিতেন।
যশোর শহরে অবস্থিত পুলিশ লাইনের পার্শ্ব দিয়ে যে রাস্তা পশ্চিম দিকে ক্যান্টনমেনটের দিকে চলে গেছে তারই পার্শ্বে কারবালা নামক স্থানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। সাধারণ লোকেরা যে ইটের বেদিটিকে বোরহান শাহের কবর বলিয়া থাকেন তা প্রাচীন আমলের বৌদ্ধ স্তুপ বলে অনুমিত হয়। বেদিটিকে দেখতে দোল মঞ্চে মত। এর পরিধি ২৪ X ১৮ ফুট। নিম্নের বেদিটিও বর্তমানে ৪/৫ ফুট উঁচু আছে। প্রাচীনকালে উহা প্রাচীরে ঘেরা ছিল। বর্তমানে প্রাচীর লুপ্ত হয়েছে। নিম্নের বেদির উপর পর পর সাজানো আরও তিনটি বেদি আছে। উহাও প্রাচীন কালের ছোট ছোট বৌদ্ধ স্তুপ। বেদীর দক্ষিণ ধারের সুন্দর পাকা করা কবরটিই বোরহান শাহের কবর।
পুর্বে জায়গাটি জঙ্গলাকীর্ন ছিল। জনৈক খাদেম বন জঙ্গল পরিস্কার করে মসজিদ প্রতিষ্ঠা করেন। জঙ্গলের মধ্য থেকে পাকা কবরটি আবিস্কার করা হয়েছিলো। কবরের পূর্ব পার্শ্বে একটি প্রকান্ড দিঘী দেখা যায়। দীঘিটি হযরত বোরহান শাহ এ খনন করা। পুকুরটি বর্তমানে কারবালা পুকুর নামে পরিচিত। দীঘির পশ্চিম তীরে একটি কৃষ্ণ প্রস্তর খন্ড পড়ে আছে। কথিত আছে যে, পীর সাহেবের ঐ পাথর কেউ অপসারন করতে পারেনা। বর্তমানে তাঁর কবরের পার্শ্ববর্তী স্থানে সাধারণ মানুষের গোরস্থানে পরিনত হয়েছে। হযরত বোরহান শাহ আজীবন ইসলামের সেবা করে গেছেন। লোকে তাঁকে সম্মান করে চলত। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলামের বিস্তার ঘটা অনেকটা সহজ হয়েছিল। তাঁর কর্মময় জীবন তাঁকে আজীবন বাঁচিয়ে রাখবে। বর্তমানে কারবালায় হযরত বোরহান শাহ নামে একটি রাস্তা আছে।
তথ্য সংগ্রহ :
হাবিব ইবনে মোস্তফা
সম্পাদনা :
হাবিব ইবনে মোস্তফা
মোঃ হাসানূজ্জামান বিপুল
সর্বশেষ আপডেট :
২০.০৫.১১