
Home বৃহ্ত্তর যশোর জেলা / Greater Jessore District > সংবাদপত্র এবং সাময়িকী / Newspapers and periodicals
এই পৃষ্ঠাটি মোট 89495 বার পড়া হয়েছে
সংবাদপত্র এবং সাময়িকী / Newspapers and periodicals
কল্যাণী: মাসিক পত্রিকাটি ১৮৯৪খ্রীস্টাব্দে প্রকাশিত হয়। পত্রিকাটির সম্পাদক ছিলেন বাবু উপেন্দ্র নাথ রায়।
মোসলমান পত্রিকা: মোসলমান পত্রিকা নামক মাসিক পত্রিকা ১৯০১খ্রীস্টাব্দের ১৬ই জানুয়ারী তারিখে প্রকাশিত হয়। জনাব মাহতাব উদ্দিন এই পত্রিকা সম্পাদনা করতেন।
ধ্রুবতারা: ধ্রুবতারা নামক ষান্মসিক পত্রিকাটি ১৯২০খ্রীস্টাব্দের ২৭ ডিসেম্বর তারিখে প্রকাশিত হয়। পত্রিকাটি প্রথমে ছিল আলফাডাংগা ছাত্র সমিতির মুখপত্র। জনাব মোহাম্মদ আবদুর রশিদ ছিলেন এই পত্রিকার সম্পাদক।
বংগীয় কাপালি বৈশ্য ও তদীয় ব্রাহ্মণ হিতৈষী: বংগীয় কাপালি বৈশ্য ও তদীয় ব্রাহ্মণ হিতৈষী নামক মাসিক পত্রিকা ১৯২২খ্রীস্টাব্দে প্রকাশিত হয়। পত্রিকাটির সম্পাদক ছিরণ বাবু উপেন্দ্র নাথ বিশ্বাস।
সত্যয়ন: মাসিক পত্রিকাটি ১৯২৪খ্রীস্টাব্দের মার্চ মাসে প্রকাশিত হয়। পত্রিকাটি সম্পাদনা করতেন বাবু বৈদ্যনাথ কাব্য পুরাণতীর্থ।
স্বরস্বতি: নামক ত্রৈমাসিক পত্রিকা ১৯২৮খ্রীস্টাব্দের প্রকাশিত হয়। বাবু জ্যোতিশ চন্দ্র সরকার এই পত্রিকা সম্পাদনা করতেন।
বৈশ্য পত্রিকা: বৈশ্য পত্রিকা ১৯২৮খ্রীস্টাব্দের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়।
সম্মিলন: সম্মিলন নামক দ্বিভাষী ষান্মসিক পত্রিকাটি ১৯৬১খ্রীস্টাব্দে প্রকাশিত হয়। পত্রিকাটির সম্পাদক ছিলেন বাবু তারাপদ দাস।
দিশারী: ঝিনাইদহ মহকুমার মৌলিক গণতান্ত্রীদের পাক্ষিক মুখপাত্র দিশারী ১৯৬১খ্রীস্টাব্দের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়। এই পত্রিকার সাধারণ সম্পাদক ছিলেন এ,কে,এম,সাইফুল ইসলাম।
জনকল্যাণ: যশোর জেলা কাউন্সিলের পাক্ষিক মুখপাত্র জনকল্যাণ ১৯৬২খ্রীস্টাব্দের নভেম্বর মাসে আত্মপ্রকাশ করে। বাধ লক্ষণ চন্দ্র সাবাস ছিলেন পত্রিকাটির সম্পাদক।
দিশারী: দিশারী নামক পাক্ষিক পত্রিকাটি ১৯৬৪খ্রীস্টাব্দে জনাব আবদুল হাই এর সম্পাদনায় প্রকাশিত হয়।
নতুন দেশ: নতুন দেশও একটি পাক্ষিক পত্রিকা। এই পত্রিকা ১৯৬৪খ্রীস্টাব্দে জনাব মাহমুদুল হকের সম্পাদনায় প্রকাশিত হয়।
সাম্প্রতিককালে আরো কিছু পত্র পত্রিকা যশোর থেকে বের হচ্ছে। দৈনিক স্ফুলিঙ্গঁ, দৈনিক রানার, দৈনিক পূরবী, দৈনিক হিতেষী, বর্তমান দৈনিক, দৈনিক যশোর, সাপ্তাহিক পত্রিকা গনমানস, সোনালী দিন, স্মৃতি, দৈনিক লোকসমাজ, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, দৈনিক সমাজের কথা।
ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, থেকেও দৈনিক ঝিনাইদহ, দৈনিক নবচিত্র, দৈনিক বীরদর্শন, দৈনিক নবগঙ্গা, সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক চলন্তিকা, ঝিনাইদহ বার্তা, নির্বান।
নড়াইল থেকে দৈনিক ওশান, সাপ্তাহিক নড়াইল বার্তা, সাপ্তাহিক প্রান্তিক।
মাগুরা থেকে দৈনিক খেদমত, সাপ্তাহিক অঙ্গিকার, সাপ্তাহিক মাগুরা বার্তা, সাপ্তাহিক গণসংবাদ।
Newspapers and periodicals
তথ্যসূত্র : অজ্ঞাত