
Home ডিজিটাল যশোর (Digital Jessore) > ওয়াইফাইয়ের আওতায় আসছে যশোর পৌর এলাকা
এই পৃষ্ঠাটি মোট 89512 বার পড়া হয়েছে
ওয়াইফাইয়ের আওতায় আসছে যশোর পৌর এলাকা
যশোর পৌরসভা চত্বর ছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান নিয়ে চালু হবে ওয়াইফাই জোন। প্রাথমিকভাবে পৌর পার্ক, মিউনিসিপ্যাল স্কুল, নিয়াজ পার্ককে ওয়াইফাই জোন ঘোষণা করে শিক্ষার্থীদের বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে চালু করা হচ্ছে ই-সেবাকেন্দ্র। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের এসব কেন্দ্র থেকে নাগরিকদের সব ধরনের সেবা দেওয়া হবে। গতকাল রবিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর মেয়র মারুফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এরই মধ্যে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এখান থেকে জন্ম সনদ, নাগরিক সনদ ডাউনলোড করে স্বাক্ষর করানো যাবে। ই-সার্ভিস চালুর কাজ চূড়ান্ত হয়ে গেছে। পৌরসভার ১৫ কিলোমিটার এলাকার মধ্যে নাগরিকরা ই-সেবাকেন্দ্রের মাধ্যমে অল্প সময়ের মধ্যে সব ধরনের নাগরিক সুবিধা পাবে। মেয়র জানান, শহরের সব সাংস্কৃতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনকে এক ছাতার নিচে আনা হবে। ৯টি ওয়ার্ডে গড়ে তোলা হবে ৯টি পার্ক। এসব পার্ককেও পর্যায়ক্রমে ওয়াইফাই জোনের আওতায় আনা হবে।