
Home ডিজিটাল যশোর (Digital Jessore) > যশোরের ই-সেবা দেখলেন ডিজিটাল ওয়ার্ল্ডের অতিথিরা
এই পৃষ্ঠাটি মোট 89517 বার পড়া হয়েছে
যশোরের ই-সেবা দেখলেন ডিজিটাল ওয়ার্ল্ডের অতিথিরা
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন 'ডিজিটাল ওয়ার্ল্ড'। এতে অংশ নেন দেশ-বিদেশের প্রযুক্তি বিশ্লেষকরা।

যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান অতিথিদের সামনে তাঁর জেলার ই-সেবা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, জেলার এক হাজার ২৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট চালু করে শিক্ষার্থীর উপস্থিতি নিরীক্ষা করা হচ্ছে। এতে প্রতিষ্ঠান সম্পর্কেও অনেক তথ্য থাকছে। জেলার ২৪০টি সরকারি অফিসকে ডিজিটাল করা হয়েছে। বিভিন্ন সেবা নিতে প্রতিদিন অনলাইনে গড়ে ৩০০টি আবেদন করছে স্থানীয়রা।
নজরুল ইসলাম খান বলেন, 'বছরে বোর্ডের বিভিন্ন পাঠ্য বই ছাপাতে সরকারের প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হয়। কম খরচের একটি ট্যাবলেটে এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি আমরা।'
সুনিত সিং ভারতে তৈরি তিন হাজার রুপি মূল্যমানের একটি ট্যাবলেট কম্পিউটার দেখিয়ে বলেন, বাংলাদেশও এ ধরনের কম্পিউটার ব্যবহার করে উপকৃত হতে পারে।
তথ্য , ছবি সংগ্রহ ও সম্পাদনাঃ মোঃ হারুন-অর-রশিদ