
Home বৃহ্ত্তর যশোর জেলা / Greater Jessore District > যশোর মোদের যশোর (কবিতা) - শ্রী তারাপদ দাস / Jessore our Jessore (Poem)
এই পৃষ্ঠাটি মোট 89503 বার পড়া হয়েছে
যশোর মোদের যশোর (কবিতা) - শ্রী তারাপদ দাস / Jessore our Jessore (Poem)
যশোর আমার, যশোর তোমার, যশোর সবার ভাই সম্প্রীতির এই মিলন মেলায় ধন্য হয়েছি তাই। গৌড়ের যশ তরণ করিয়া যশোরের নাম হল, প্রতাপাদিত্যের বীরত্ব গাঁথা একদা কীর্তিত ছিল। কুমার ভৈরব, চিত্রা, কপোতাক্ষ, বেগবতী হরিছড়া, বিল, ঝিল আর পুকুর তড়াগে এ জেলার দেহ ভরা, আদি বাসী এর আর্য দ্রবিড়, মঙ্গোলিয়া গোষ্ঠীগণ, ত্রয়োদশ শতকের প্রারম্ভ কালে আবির্ভূত মুসলমান। খৃীষ্ট ধর্মীয় অনুসারীদের অনেকের বাস, পারস্পরিক হিংসা বিদ্বেষ দেখা যায় নাকো কোথা। এ জেলায় মাটি উর্বর তাই সহজে ফসল ফলে, ধান, পাট আর কদলীতে এ জেলা ধন্য বলে। যশোরের গুড় যশোরের কই , যশোরের পিঠা পুলি, বাংলাদেশের কোন মানুষ ভাই পারে নাক যেতে ভুলি। ঝড় বন্যার তান্ডবলীলা কম দেখা যায় হেথা, জঙ্গল নাই হিংস্র জন্তুর প্রকোপ যায় না দেখা। রত্ন গর্ভা যশোর মোদের কীর্তিমানের জন্মস্থান, গীতিকার, কবি, সাহিত্যিক আর নাট্যকারের পীঠস্থান। অধুনা জেলার শ্রী মধুসূদন, ধীরাজ, কামাল, উদ্দীন, মনোজ বসু, মানকুমারী, অবলা কান্ত, মনিরুজ্জামান। আয়সা সরদার, শরীফ হোসেনের জীবন কর্মময়, জ্যোতির্বিদ রাধা গোবিন্দ শিক্ষা প্রবোধ মিত্র, নারীর ক্ষমতায়নে আঞ্জেলা বামেজের কৃতিত্ব। বৈষ্ণব কবি সাধক সুজন জপ সনাতন নাম, ইতিহাসে খ্যাতি লাভিলে তারা প্রেম বাগেতে ধাম। চিত্র শিল্পে হাসান হাবিব চারু শিল্পী বদরুল, সাংবাদিকতায় শিশির, মাজেদ, মুকুল শামসুর। সঙ্গীতায়ন ধন্য করেছেন বহু গীতিকার সুরকার, গোপাল গোস্বামী মোশাররফ হোসেন রফিকউজ্জামান। খেলার ভূবনে যশোর জেলা পিছে নেই কোনদিন গাজী ওয়াহেদ, হাকিম রকিব তার উদাহরন। ঐতিহ্যবাহী যশোর মোদের আন্দোলনের সেরা, জমিদারের ভিত নেড়েছি তেভাগণ দাবীতে সেরা। নাম ধন্য বিজয় রায় মোট্যাংক শুভ মেস্ট করেন, এদের প্রখ্যাত নেতা হক, মোশাররফ অমল সেন। যা আন্দোলনে পিছিয়ে ছিলনা যশোরের নেতাগণ, কারাগারে শহীদ হলেন লুৎফর রহমান। প্রসবিনী যশোর জেলার মুক্তি যোদ্ধাগণ, স্বাধীনতা যুদ্ধে প্রথম কাতারে লড়েছিল প্রাণপণ, মোহাম্মদের বীরত্ব গাথায় এ জেলা ধন্য হল, মশিয়ুর সহ হাজার যোদ্ধা অকাতরে প্রাণ দিল। বোনের ইজ্জত আর অগণিত প্রাণের বিনিময়ে, যশোর হল হানাদার মুক্ত সাতই ডিসেম্বর। শ্রী তারাপদ দাস |