
Home ভাষা ও সংস্কৃতি (Language and Culture) > কোটচাঁদপুরে ৭দিন ব্যাপি বই মেলা উদ্বোধন
এই পৃষ্ঠাটি মোট 89701 বার পড়া হয়েছে
কোটচাঁদপুরে ৭দিন ব্যাপি বই মেলা উদ্বোধন
কোটচাঁদপুর প্রগতিশীল নাগরিক সমাজ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ দিন ব্যাপি বই মেলার উদ্ভোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকাল ৫টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই মেলা উদ্ভোধন করেন ঝিনাইদহ-৩ আসনের এমপি আলহাজ্ব অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।
প্রগতিশীল নাগরিক সমজের আহ্বায়ক নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালক বিদ্যালয় চত্বরে ১১তম এ বই মেলা উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুব্রত কুমার শিকদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ফারজ্বেল হোসেন মণ্ডল, পৌর মহিলা কলেজের অধ্যক্ষ মিনাল কান্তি সরকার, পাইলট মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ সুলতান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, পৌর প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, প্রভাষক ও কবি পারভীন শশী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রভাষক নিমাই চন্দ্র দে।