
Home ডিজিটাল যশোর (Digital Jessore) > যশোরে চালু হলো টেলিমেডিসিন
এই পৃষ্ঠাটি মোট 89502 বার পড়া হয়েছে
যশোরে চালু হলো টেলিমেডিসিন
ডিজিটাল যশোরে এবার চালু হলো টেলিমেডিসিন সেন্টার। এতে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠী ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা

অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, যশোরে টেলিমেডিসিন সেন্টার চালুর মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশের জন্য এটা প্রথম ধাপ। এই সেবা চালুর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিডব্লিউজি বিডি’র প্রধান অধ্যাপক ডা. রেজা বিন জায়েদ, আয়েশা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জাহিদ হোসেন পনির ও হাসপাতালের প্রধান যোগাযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি মিজানুর রহমান তোতা।