
Home যশোর বিভাগের দাবিতে আন্দোলন (Jsr Division Movement) > যশোর জেলাকে বিভাগ করার দাবিতে ঢাকায় মানববন্ধন
এই পৃষ্ঠাটি মোট 97176 বার পড়া হয়েছে
যশোর জেলাকে বিভাগ করার দাবিতে ঢাকায় মানববন্ধন
ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোরকে বিভাগ করার দাবিতে গত ২৮ ফেব্রুয়ারি, শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যশোর ইনফো ওয়েবসাইট ও ফাউন্ডেশন এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত এক ঘন্টার মানববন্ধনে বক্তারা অবস্থানগত কারণে দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী জেলা যশোর অনেক আগেই বিভাগ হওয়া উচিত ছিল উল্লেখ করেন। এসময় বক্তারা যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও কুষ্টিয়া জেলা নিয়ে যশোর বিভাগ ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তারা বলেন, যশোরকে বিভাগ করা হলে এই জেলাগুলোর প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা সহজতর হবে। যশোরের বাড়তি সুবিধা হচ্ছে ঐতিহ্যবাহী ৩৬০ দরজার দ্বি-তল কালেক্টরেট ভবন, যে ভবনটি খুলনা বিভাগীয় কার্যালয়ের চেয়ে বড়। কাজেই যশোর বিভাগ হলে এই ভবন থেকেই বিভাগীয় সব দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে। তাই বিভাগীয় কার্যালয় ভবন নির্মাণের জন্য সরকারের নতুন কোন অর্থ ব্যয় করতে হবে না।
মানববন্ধনে বক্তারা বলেন, এছাড়া বেনাপোল বন্দর থেকে বছরে যে তিন হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়, যশোর বিভাগ হলে উন্নয়ন কর্মকান্ডে এই টাকা থেকে বরাদ্দ পাওয়া সহজ হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাম রাজনীতিক হায়দার আকবর খান রনো ও বিমল বিশ্বাস, সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ, হাসান আবদুল কাইউম, বৃহত্তর যশোর সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হাবিব ফিরোজ, নড়াইল জেলা সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন তালুকদার, প্রফেসর মোঃ আতিয়ার রহমান, সাংবাদিক হারুন জামিল, যশোর বিভাগ আন্দোলন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী আব্দুস সাত্তার, যশোর ইনফো ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন সিদ্দিকী মিশু, যশোর ইনফো ওয়েবসাইট পরিচালনা কমিটির সভাপতি ভবোতোষ মুখার্জী সুবীর ও সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুল ইসলাম, যশোর ডট ইনফোর প্রতিষ্ঠাতা হাসানুজ্জামান বিপুল প্রমুখ।
সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত এক ঘন্টার মানববন্ধনে বক্তারা অবস্থানগত কারণে দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী জেলা যশোর অনেক আগেই বিভাগ হওয়া উচিত ছিল উল্লেখ করেন। এসময় বক্তারা যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও কুষ্টিয়া জেলা নিয়ে যশোর বিভাগ ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
তারা বলেন, যশোরকে বিভাগ করা হলে এই জেলাগুলোর প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা সহজতর হবে। যশোরের বাড়তি সুবিধা হচ্ছে ঐতিহ্যবাহী ৩৬০ দরজার দ্বি-তল কালেক্টরেট ভবন, যে ভবনটি খুলনা বিভাগীয় কার্যালয়ের চেয়ে বড়। কাজেই যশোর বিভাগ হলে এই ভবন থেকেই বিভাগীয় সব দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে। তাই বিভাগীয় কার্যালয় ভবন নির্মাণের জন্য সরকারের নতুন কোন অর্থ ব্যয় করতে হবে না।
মানববন্ধনে বক্তারা বলেন, এছাড়া বেনাপোল বন্দর থেকে বছরে যে তিন হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়, যশোর বিভাগ হলে উন্নয়ন কর্মকান্ডে এই টাকা থেকে বরাদ্দ পাওয়া সহজ হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাম রাজনীতিক হায়দার আকবর খান রনো ও বিমল বিশ্বাস, সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ, হাসান আবদুল কাইউম, বৃহত্তর যশোর সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হাবিব ফিরোজ, নড়াইল জেলা সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন তালুকদার, প্রফেসর মোঃ আতিয়ার রহমান, সাংবাদিক হারুন জামিল, যশোর বিভাগ আন্দোলন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী আব্দুস সাত্তার, যশোর ইনফো ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন সিদ্দিকী মিশু, যশোর ইনফো ওয়েবসাইট পরিচালনা কমিটির সভাপতি ভবোতোষ মুখার্জী সুবীর ও সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুল ইসলাম, যশোর ডট ইনফোর প্রতিষ্ঠাতা হাসানুজ্জামান বিপুল প্রমুখ।
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|
![]() |
||
![]() |
![]() |
|