
Home বৃহ্ত্তর যশোর জেলা / Greater Jessore District > মাইলস্টোন (কত সালে কি প্রতিষ্ঠিত হয়েছে) / Milestones of Greater Jessore
এই পৃষ্ঠাটি মোট 89503 বার পড়া হয়েছে
মাইলস্টোন (কত সালে কি প্রতিষ্ঠিত হয়েছে) / Milestones of Greater Jessore
* ১৪১৮ খৃষ্টাব্দে খানজাহান আলী যশোরের শাসক হিসেবে আগমন করেন। এসময় বারবাজার, মুড়লী কসবা, পয়গ্রাম কসবা ও বাগেরহাট এই চারটি নগরী প্রতিষ্ঠা করেন তিনি।
* ১৫৭৬ খৃষ্টাব্দে যশোর রাজ্য প্রতিষ্ঠিত হয়। রাজা বিক্রমাদিত্য ও বসন্ত রায় এর প্রতিষ্ঠাতা।
* ১৭৮১ খৃষ্টাব্দে ইংরেজ শাসনামলে ঘোষিত যশোর জেলা মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, বৃহত্তর খুলনা, ফরিদপুরের রাজবাড়ি এবং বনগাঁ জেলাকে নিয়ে গঠিত হয়।
* ১৮৩৮ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় যশোর জিলা স্কুল; যা বাংলাদেশের প্রাচীনতম স্কুলগুলির মধ্যে অন্যতম।
* ১৮৪২ খৃষ্টাব্দে যশোর শহরে স্থাপিত হয় জেলা কাউন্সিল হাসপাতাল।
* ১৮৪৩ খৃষ্টাব্দে ঝিকরগাছার শিমুলিয়ায় দেশের অন্যতম প্রাচীন গির্জা প্রতিষ্ঠিত হয়।
* ১৮৫৪ খৃষ্টাব্দে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় যা এদেশের প্রাচীনতম পাবলিক লাইব্রেরি।
* ১৮৫৪ খৃষ্টাব্দে যশোরের তৎকালীন ম্যাজিস্ট্রেট বিউফোর্ড অতি কার্যকরী পয়ঃনিস্কাষণের সুব্যবস্থা করেন যা ছিল স্মরণীয় পদক্ষেপ।
* ১৮৬৪ সালের ১ আগস্ট গঠিত হয় যশোর পৌরসভা। কলকাতা ও হাওড়া পৌরসভার পরেই যশোর পৌরসভার স্থান।
* ১৮৬৫ সালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় যাত্রা শুরু করে।
* ১৮৬৮ সালে যশোরের ঝিকরগাছা হতে শিশির কুমার ঘোষ বাংলাদেশের প্রথম ইংরেজি পত্রিকা অমৃতবাজার পত্রিকা প্রকাশ করেন যা ছিল কলকাতার অন্যতম জনপ্রিয় ইংরেজি পত্রিকা।
* ১৮৭৫ সালে যশোর কেন্দ্রীয় কারাগার কার্যক্রম শুরু করে।
* ১৮৭৮ সালে নড়াইল সদর হাসপাতাল স্থাপিত হয়। ১৯৪৪ সালে এটি সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয় এবং প্রথম শ্রেণির স্টেট হাসপাতালের মর্যাদা পায়।
* ১৮৮৪ সালে কলকাতা-যশোর রেলপথ নির্মিত হয়। বেসরকারী রেল প্রস্তুতকারী কোম্পানি বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে এই রেলপথ নির্মাণ করে।
* ১৮৮৬ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় যা এদেশের সবচেয়ে প্রাচীন কলেজগুলোর মধ্যে অন্যতম।
* ১৮৯০ সালে যশোর শহর মুড়লী হতে স্থানান্তর করে বর্তমান স্থানে নিয়ে যাওয়া হয়।
* ১৯০১ সালে যশোর সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।
* ১৯০৮ সালে যশোরে ডাক যোগাযোগ চালু হয়। এই বছরেই মানি অর্ডার চালু হয়।
* ১৯০৯ সালে যশোর টাউন হল নির্মিত হয়। সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে একই সময়ে টাউন ক্লাব ও আর্য থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
* ১৯২১ সালে আর্য থিয়েটারের জন্য বি সরকার মেমোরিয়াল হল তৈরী করা হয় যা বর্তমানে তসরির মহল (সিনেমা হল) নামে পরিচিত।
* ১৯২২ সালে যশোরে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল মেডিক্যাল স্কুল ও হাসপাতাল। উপমহাদেশে তখন মেডিক্যাল স্কুল ও হাসপাতাল হাতেগোনা ছিল।
* ১৯৪১ সালে দ্বিতীয় মহাযুদ্ধের সময় যশোর বিমানবন্দর স্থাপিত হয় যা দেশের সবচেয়ে পুরাতন বিমান বন্দরগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে বাংলাদেশের একমাত্র বিমান প্রশিক্ষণ কেন্দ্র এই বিমান বন্দর অবস্থিত।
* ১৯৫০ সালে যশোরে বিদুৎ ব্যবস্থা চালু হয়।
* ১৯৬৩ সালে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড স্থাপিত হয়।
* ভারত বিভাগের পর যশোরে প্রথম শ্রেণির সেনানিবাস প্রতিষ্ঠিত হয়। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সেনা সংখ্যার অবস্থান এখানে।
* ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যশোর প্রথম হানাদার মুক্ত হয়। অর্থাৎ বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা যশোর।
* ১৯৭২ সালের জুন মাসে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে আমদানী-রফতানী কাজ শুরু হয়।
* ২০০৩ সালের ১৭ এপ্রিল যাত্রা শুরু হয় বৃহত্তর যশোরকে নিয়ে বংলাদেশের প্রথম জেলা ভিত্তিক ওয়েবসাইট িি.িলবংংড়ৎব.রহভড়.
* ২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
* ৯ সেপ্টেম্বর ২০১০ সালে যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।
* ২০১০ সালে যশোর জেলাকে দেশের প্রথম ডিজিটাল জেলা নির্বাচিত করা হয়।
Milestones of Greater Jessore
সম্পাদনা: মোঃ হাসানূজ্জামান (বিপুল)
তথ্য সূত্র : যশোর গেজেটিয়ারসহ বিভিন্ন বই ও পত্র-পত্রিকা