
Home ধর্ম-সাধক / Religion-saint > মোহাম্মদ আব্দুল ওয়াহেদ / Muhammad Abdul Wahed (1925-1985)
এই পৃষ্ঠাটি মোট 86753 বার পড়া হয়েছে
মোহাম্মদ আব্দুল ওয়াহেদ / Muhammad Abdul Wahed (1925-1985)
মোহাম্মদ আব্দুল ওয়াহেদ
Muhammad Abdul Wahed
Home District: Jessore, Manirampur
Muhammad Abdul Wahed
Home District: Jessore, Manirampur
মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ১৯২৫ খৃষ্টাব্দের ১লা জুলাই মণিরামপুর থানার পাতন গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম এনায়েতউল্লাহ মোড়ল। ১৯৪২ খৃষ্টাব্দে তিনি রাজঘাট হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। আই.এস.সি পাশ করেন ১৯৪৫ খৃষ্টাব্দে নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে। ১৯৫২ খৃষ্টাব্দে বহিরাগত ছাত্র হিসেবে তিনি বি.এ পাশ করেন। পরবর্তীতে ১৯৭৪ খৃষ্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে এম.এ পাশ করেন।
মোহাম্মদ আব্দুল ওয়াহেদ কর্মজীবনে শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলেন। শেষ জীবনে তিনি মণিরামপুর থানার মিয়া মফিজউদ্দীন কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন। তাঁর সপ্ন দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা। তিনি একসময় যশোর জেলা জামায়াতে ইসলামের আমীর ছিলেন। এসময় তিনি প্রচুর সমাজকল্যাণমুলক কাজ করেন।
মোহাম্মদ আব্দুল ওয়াহেদ বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা। তাঁর রচিত গ্রন্থগুলো হলো ‘সংস্কারক হযরত মোহাম্মদ (সঃ)’, ‘সত্যের সন্ধানে আল কোরআন’, ষড়যন্ত্রের ঘূর্ণাবর্তে ইসলাম’, ‘ইসলামের দৃষ্টিতে বাস্তবমুখী অর্থনীতি’, ‘ইমাম গাজ্জালী (রঃ)’, ‘তেপান্তর’, ‘ইলাহা’, নাটক ‘১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম’, ‘ইহুদী ষড়যন্ত্র’, ‘দুঃখে যাদের জীবন গড়া’ ইত্যাদি। ১৯৮৫ খৃষ্টাব্দে তিনি ইন্তেকাল করেন।
তথ্য সংগ্রহ :
হাবিব ইবনে মোস্তফা
তথ্য সম্পাদনা :
মো: হাসানূজ্জামান (বিপুল)
সর্বোশেষ আপডেট :
মার্চ ২০১২
মোহাম্মদ আব্দুল ওয়াহেদ কর্মজীবনে শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলেন। শেষ জীবনে তিনি মণিরামপুর থানার মিয়া মফিজউদ্দীন কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন। তাঁর সপ্ন দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা। তিনি একসময় যশোর জেলা জামায়াতে ইসলামের আমীর ছিলেন। এসময় তিনি প্রচুর সমাজকল্যাণমুলক কাজ করেন।
মোহাম্মদ আব্দুল ওয়াহেদ বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা। তাঁর রচিত গ্রন্থগুলো হলো ‘সংস্কারক হযরত মোহাম্মদ (সঃ)’, ‘সত্যের সন্ধানে আল কোরআন’, ষড়যন্ত্রের ঘূর্ণাবর্তে ইসলাম’, ‘ইসলামের দৃষ্টিতে বাস্তবমুখী অর্থনীতি’, ‘ইমাম গাজ্জালী (রঃ)’, ‘তেপান্তর’, ‘ইলাহা’, নাটক ‘১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম’, ‘ইহুদী ষড়যন্ত্র’, ‘দুঃখে যাদের জীবন গড়া’ ইত্যাদি। ১৯৮৫ খৃষ্টাব্দে তিনি ইন্তেকাল করেন।
তথ্য সংগ্রহ :
হাবিব ইবনে মোস্তফা
তথ্য সম্পাদনা :
মো: হাসানূজ্জামান (বিপুল)
সর্বোশেষ আপডেট :
মার্চ ২০১২