
Home ধর্ম-সাধক / Religion-saint > হযরত পীর খালাস খাঁ (রঃ) / Hazrat Pir Khalash Kha (Rh.)
এই পৃষ্ঠাটি মোট 86758 বার পড়া হয়েছে
হযরত পীর খালাস খাঁ (রঃ) / Hazrat Pir Khalash Kha (Rh.)
হযরত পীর খালাস খাঁ (রঃ)
Hazrat Pir Khalash Kha (Rh.)
Hazrat Pir Khalash Kha (Rh.)
হযরত পীর খালাস খাঁ (রঃ) হযরত খান জাহান আলী (রঃ) বা হযরত বোরহান খাঁ (রঃ) এর শিষ্য ছিলেন। কপোতাক্ষ নদের পূর্বতীরে সুন্দরবনের বেদকাশি নামক স্থানটি তাঁর ইসলাম প্রচারের কেন্দ্রস্থল ছিল। হযরত খালাস খাঁ (রঃ) হযরত পীর বোরহান খাঁ (রঃ) এর অন্যতম প্রধান সহকর্মী ও শিষ্য ছিলেন। তিনি এতদঞ্চলে ইসলাম প্রচারের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
সুন্দরবন অঞ্চলে পানীয় জলের অত্যাধিক অভাব ও মানুষের জলকষ্ট নিবারণের জন্য তিনি বেতকাশীতে একটি প্রকান্ড দীঘি খনন করেছিলেন। সর্বত্র জল লবনাক্ত থাকার দরুণ দুর দুরান্ত হইতে অসংখ্য লোক এই বেতকাশীর দীঘির জল সেবন করিত। এই দীঘির পানি অত্যন্ত স্বচ্ছ ও সুস্বাদু বলে বর্তমানেও বহু লোক এই দীঘির পানি আহরণ করে নিয়ে যায় এবং গ্রীষ্মকালে বহু গরীব পরিবার এই দীঘির পানি দুর অঞ্চলে বিক্রয় করে জীবিকার সংস্থান করে থাকে। খননকারী নামানুসারে দীঘিটি খালাস খাঁর দীঘি নামে পরিচিত।
কিন্তু ‘বাংলাদেশে ইসলাম’ গ্রন্থের লেখক জনাব আব্দুল মান্নান তালিব হযরত খালাস খাঁ (রঃ) কে হযরত খান জাহান আলীর শিষ্য বলে স্বীকার করেন নি। তিনি তাঁকে সুন্দরবনের প্রথম ইসলাম প্রচারক হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে তুর্কী সুলতানদের রাজত্বকালে তিনি এ অঞ্চলে ইসলাম প্রচারে ব্রতী ছিলেন এবং কোন রাজশক্তির সহায়তা ছাড়াই পৌত্তলিকতার অবসান করে তৌহিদের আলোকে মানুষকে উদ্ভাসিত করেছিলেন। আবার ‘যশোর খুলনার ইতিহাস’ গ্রন্থের লেখক সতীশ চন্দ্র মিত্র হযরত খালাস খাঁ (রঃ) কর্তৃক খনিত দীঘিটিকে কালী খালাস খাঁর দীঘি বলে উল্লেখ করেছেন।
কিন্তু হযরত খাঁ (রঃ) সম্পর্কে উপরের তথ্যগুলোর তেমন কোন ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়। তিনি এ অঞ্চলের প্রথম ইসলাম প্রচারক নয়, হযরত খান জাহান আলী (রঃ) এর শিষ্য হিসেবেই তিনি ইসলাম প্রচার করেছিলেন। তুর্কী সুলতানদের রাজত্বকালে নয়, পাঠানদের রাজত্বকালে হযরত খান জাহান আলী (রঃ) এর সাহায্যেই তিনি ইসলাম প্রচারে ব্রতী হয়েছিলেন। তিনি হযরত খান জাহান আলী (রঃ) এর কাজে অনুপ্রাণিত হয়েই খান জাহান আলীর ন্যায় জনহিতকর কাজের মাধ্যমে ইসলাম প্রচারের অভিযা চালিয়েছিলেন। তাই বলা যায়, খলিফাতাবাদের রাজশক্তির সহায়তায় তিনি ইসলাম প্রচার ও প্রসার ঘটিয়েছিলেন।
বেদকাশী গ্রামে ‘খালাস খাঁ দীঘি’র পাড়ে পীর খালাস খাঁর মাযার রয়েছে। মাযারের পাশেই একটি প্রাচীন কালী মঞ্চ আছে। সম্ভবত এই কালী মঞ্চের নিকটে খালাস খাঁর দীঘি অবস্থিত বলে সতীশ চন্দ্র মিত্র দীঘিটিকে কালী খালাস খাঁর দীঘি বলে উল্লেখ করেছেন।
সম্পাদনা :
হাবিব ইবনে মোস্তফা
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত
সর্বশেষ আপডেট :
২০.০৫.১১
সুন্দরবন অঞ্চলে পানীয় জলের অত্যাধিক অভাব ও মানুষের জলকষ্ট নিবারণের জন্য তিনি বেতকাশীতে একটি প্রকান্ড দীঘি খনন করেছিলেন। সর্বত্র জল লবনাক্ত থাকার দরুণ দুর দুরান্ত হইতে অসংখ্য লোক এই বেতকাশীর দীঘির জল সেবন করিত। এই দীঘির পানি অত্যন্ত স্বচ্ছ ও সুস্বাদু বলে বর্তমানেও বহু লোক এই দীঘির পানি আহরণ করে নিয়ে যায় এবং গ্রীষ্মকালে বহু গরীব পরিবার এই দীঘির পানি দুর অঞ্চলে বিক্রয় করে জীবিকার সংস্থান করে থাকে। খননকারী নামানুসারে দীঘিটি খালাস খাঁর দীঘি নামে পরিচিত।
কিন্তু ‘বাংলাদেশে ইসলাম’ গ্রন্থের লেখক জনাব আব্দুল মান্নান তালিব হযরত খালাস খাঁ (রঃ) কে হযরত খান জাহান আলীর শিষ্য বলে স্বীকার করেন নি। তিনি তাঁকে সুন্দরবনের প্রথম ইসলাম প্রচারক হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে তুর্কী সুলতানদের রাজত্বকালে তিনি এ অঞ্চলে ইসলাম প্রচারে ব্রতী ছিলেন এবং কোন রাজশক্তির সহায়তা ছাড়াই পৌত্তলিকতার অবসান করে তৌহিদের আলোকে মানুষকে উদ্ভাসিত করেছিলেন। আবার ‘যশোর খুলনার ইতিহাস’ গ্রন্থের লেখক সতীশ চন্দ্র মিত্র হযরত খালাস খাঁ (রঃ) কর্তৃক খনিত দীঘিটিকে কালী খালাস খাঁর দীঘি বলে উল্লেখ করেছেন।
কিন্তু হযরত খাঁ (রঃ) সম্পর্কে উপরের তথ্যগুলোর তেমন কোন ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়। তিনি এ অঞ্চলের প্রথম ইসলাম প্রচারক নয়, হযরত খান জাহান আলী (রঃ) এর শিষ্য হিসেবেই তিনি ইসলাম প্রচার করেছিলেন। তুর্কী সুলতানদের রাজত্বকালে নয়, পাঠানদের রাজত্বকালে হযরত খান জাহান আলী (রঃ) এর সাহায্যেই তিনি ইসলাম প্রচারে ব্রতী হয়েছিলেন। তিনি হযরত খান জাহান আলী (রঃ) এর কাজে অনুপ্রাণিত হয়েই খান জাহান আলীর ন্যায় জনহিতকর কাজের মাধ্যমে ইসলাম প্রচারের অভিযা চালিয়েছিলেন। তাই বলা যায়, খলিফাতাবাদের রাজশক্তির সহায়তায় তিনি ইসলাম প্রচার ও প্রসার ঘটিয়েছিলেন।
বেদকাশী গ্রামে ‘খালাস খাঁ দীঘি’র পাড়ে পীর খালাস খাঁর মাযার রয়েছে। মাযারের পাশেই একটি প্রাচীন কালী মঞ্চ আছে। সম্ভবত এই কালী মঞ্চের নিকটে খালাস খাঁর দীঘি অবস্থিত বলে সতীশ চন্দ্র মিত্র দীঘিটিকে কালী খালাস খাঁর দীঘি বলে উল্লেখ করেছেন।
সম্পাদনা :
হাবিব ইবনে মোস্তফা
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত
সর্বশেষ আপডেট :
২০.০৫.১১