
Home ধর্ম-সাধক / Religion-saint > আলহাজ্ব মুন্সী আব্দুল আজীজ (রঃ) / Alhaj Munshi Abdul Aziz (R.) (1873-1928)
এই পৃষ্ঠাটি মোট 86691 বার পড়া হয়েছে
আলহাজ্ব মুন্সী আব্দুল আজীজ (রঃ) / Alhaj Munshi Abdul Aziz (R.) (1873-1928)
আলহাজ্ব মুন্সী আব্দুল আজীজ (রঃ)
Alhaj Munshi Abdul Aziz (Rh.)
Mohammadpur, Magura
Alhaj Munshi Abdul Aziz (Rh.)
Mohammadpur, Magura
আনুমানিক ১২৮০ বঙ্গাব্দে (১৮৭৩ইং) আলহাজ্ব মুন্সী আব্দুল আজীজ (রঃ) বৃহত্তর যশোর জেলার মাগুরা জেলার মোহাম্মদপুর থানার যশোবন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল আরিচ উদ্দিন। মুন্সী আরিচ উদ্দিনের ৪টি পুত্র ছিল। তাদের নাম মুন্সী আব্দুর রহীম, মুন্সী আব্দুল আজীজ, মু্ন্সী আব্দুল গফুর ও মুন্সী তকী মাহমুদ।
আলহাজ্ব মুন্সী আব্দুল আজীজ (রঃ) অত্র এলাকার মশহুর অলিয়ে কামিল সুফী সাধক ছিলেন। জনগণ তাঁকে অত্যাধিক ব্যক্তি হিসেবে মান্য করে চলত। তিনি জনগণ কর্তৃক এত বেশী গ্রহণীয় ছিলেন যে, তাঁকে কাজীর দায়িত্ব পালন করতে হত। অত্র এলাকার অমিমাংসিত বিষয় সমূহ তিনিই মিমাংসা করে দিতেন। অনেক দোষী ব্যাক্তি তাঁর নাম শুনে ভয়ে দোষ স্বীকার করত এবং ক্ষমা ভিক্ষা চাইত। এলাকায় তাঁর কারামতির কথা কিংবদন্তির মত ছড়িয়ে আছে।
আলহাজ্ব মুন্সী আব্দুল আজীজ (রঃ) অত্র এলাকায় ইসলামের প্রচার ও প্রসার করার জন্য ইসলামের সুমহান দায়িত্ব পালন করেছিলেন। ১৩৩৫ বঙ্গাব্দে (ইং-১৯২৮) তিনি হজ্ব করতে যান। হজ্বব্রত পালনরত অবস্থায় হজ্বের শেষ দিন শুক্রবারে তিনি ইন্তেকাল করেন। জান্নাতুল বাকীতে তাঁর কবর রয়েছে। যশোবন্তপুরে প্রতিবছর ১লা মাঘ তাঁর মৃত্যুকে স্মরণ করে উরস মোবারক অনুষ্ঠিত হয়। ইসলাম প্রচারক ও একজন কামিল পীর হিসেবে তিনি আমাদের মাঝে বেঁচে আছেন।
সর্বশেষ আপডেট :
১৮.০৫.১১