
Home সাহিত্যিক / Litterateur > তফু মোল্যা বয়াতি / Taphu Molla Bayati (1847-)
এই পৃষ্ঠাটি মোট 87027 বার পড়া হয়েছে
তফু মোল্যা বয়াতি / Taphu Molla Bayati (1847-)
তফু মোল্যা বয়াতি
Taphu Molla Bayati
Home District: Narail, Kalia
আমাদের প্রাচীন মরমিসঙ্গীত এক সময়ে বাঁক ফিরে গণসঙ্গীতের রূপ নেয়। আর মরমিগীতি কবিরা গানের আখড়া ছেড়ে আসরে উঠে আসেন। এই গীতিকবিয়া আসরে গীতিবয়ান করতে করতে বয়াতি নামে পরিচিতি পান। উনবিংশ শতাব্দীর এমন এক বয়াতিসরকারের নাম তফু মোল্যা বয়াতি। তফু মোল্যা সরকার নামেও পরিচিত তিনি।
জন্ম ও পরিচয়:
তফু মোল্যা বর্তমান নড়াইল জেলার কালিয়া উপজেলার সরসপুর গ্রামে ১৮৪৭ সালে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম পবন মোল্যা।
শৈশব:
তফু মোল্যার শৈশব কাটে দরিদ্র পরিবারের গন্ডিতে। তিনি কোনো মক্তব কিংবা পাঠশালায় পড়াশুনা করেন নি। গ্রাম্যসঙ্গীত ও সংস্কতির প্রতি আকর্ষণ বোধ করেন বাল্য থেকে। তফু মোল্যার যা কিছু শিক্ষা তা প্রকৃতি থেকে।
কর্মজীবন:
পরিণত বয়সে কৃষিজীবী তফু মোল্যাহ পদ্মা পারের শাহনাল শা ফকিরের শিষ্যত্ব গ্রহণ করেন। শোনা যায়, তিনি শাহনাল যাকিরের কাছ থেকে সঙ্গীত শিক্ষা করেন। এরপর শাহনাল ফকিরের আশির্বাদে গান রচনায় মনোনিবেশ করেন। ১৯০৫ সালের বঙ্গবঙ্গ ও তা রদ করাকে কেন্দ্র করে দক্ষিণ মধ্যবঙ্গে অসংখ্য সাম্প্রদায়িক দাঙ্গা হয়। ঐ দাঙ্গা ও ১৯০৯ সালের প্রচন্ড ঝড় নিয়ে তিনি কয়েকটি অসামান্য গান রচনা করেন। তফুর রচনা যেমন সমাজের বাস্তব চিত্র তেমনি রসপূর্ণ। এবার দেখুন তফু মোল্যা বয়াতির ঝড়ের সাইর; যে গানটি লোক সমাজে তাকে অমর করে রেখেছে:
তেরশ’ ষোল সালে
আজগৈবি এক ঝড়ের কথা শোন সকলে
বেল দেড়পারের কালে
কত কষ্ট লিখছে আল্লাহ বাদার কপালে বৃষ্টিমুড়ি খুতাবা পড়ি
শিন্নির মাথায় পড়লো বাড়ি হলো না কারো কপালে॥
দক্ষিণের ঝড়েতে ভাই উল্টা চালায় কল
খানার মদ্দি ঠেলে ফেলায় রোশেই ঘরের চাল
খটমট বাজে তাল বেতাল মোছলমানে বলে আল্লা
কোথা থোক আলো বালা ইবার সারছে সকল কাম
হিন্দুরা বলে রাম রাম ॥
আছে দুই রমণী ঘরেতে আমার
দুই রমনী দুই দিকটানে নড়ার শক্তি নাই
আমার ছেলে বাজান বলে ধরছে মাজা জড়ায়ে
আজানেতে জোর না পাই॥
আল্লাহু আকবর এদিক ওদিক চাই
যিয়ালে বলি হাইয়ে আলার ছালা
মা বলে তফু মোল্যা চেয়ে দেখ
বাবা ছাগলের কুঁড়ি নাই ॥
তফু মোল্যা সারা জীবনে প্রচুর গান রচনা করেছেন। তার গানগুলো সংরক্ষণ করা হয়নি। তিনি আসরের প্রায়াজনে বয়াতিদের জন্যও গান রচনা করে বাঁধনদার বা সরকার হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। সোনাউল্লাহ বয়াতি তফু মোল্যার গান আসরে আসরে পরিবেশন করে খ্যাতি অর্জন করেন।
তথ্য সূত্র:
বৃহত্তর যশোরের লোককবি ও চারণকবি
লেখক : মহসিন হোসাইন
সংগ্রহ :
মহাসিন হোসাইন