
Home সাহিত্যিক / Litterateur > আবু সালেহ / Abu Saleh (1951)
এই পৃষ্ঠাটি মোট 84900 বার পড়া হয়েছে
আবু সালেহ / Abu Saleh (1951)
আবু সালেহ
Abu Saleh
Home District: Magura, Sreepur
Abu Saleh
Home District: Magura, Sreepur

ছড়াকার আবু সালেহ বর্তমান মাগুরা জেলার শ্রীপুর থানার দ্বারিয়াপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট ধর্ম সাধক তোয়াজউদ্দিন।
কৈশর ও শিক্ষা জীবনঃ
আবু সালেহর শিক্ষাজীবন কেটেছে কুটিয়ায়। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে বি-এ (অনার্স) ডিগ্রী লাভ করেন।
কর্মজীবনঃ
আবু সালেহ সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। ঢাকার বিভিন্ন দৈনিক পত্রিকায় তিনি কর্মরত ছিলেন। এরপর বাসসএ কর্মরত ছিলেন। পরবর্তীকালে ঢাকা পাবালিক লাইব্রেরির পরিচালক ছিলেন।
আবু সালেহ দেশ মুজির পরে অনন্য ও ব্যতিক্রমী ছড়া কার হিসেবে নন্দিত হয়েছেন। তাঁর পাল্টনের ছড়া বইটি বাংলা ছড়া সাহিত্যের বিরল সৃষ্টি। এই বইয়ের ১নং ছড়াটি উদ্ধৃত হলোঃ
‘ধরা যাবেনা ছোঁয়া যাবেনা বলা যাবেনা কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা।
যার পেছনে জামটা দিলাম যার পিছনে রক্ত।
সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত।
ধরা যাবেনা ছোয় যাবেনা বলা যাবেনা কথা
রক্ত দিয়ে পেলাম শালার মরার স্বাধীনতা।
বাঁচতে চেয়ে খুন হয়েছি বুলেট শুধু খেলাম
উঠতে বসতে ঠুকি দাদার পায়ে সেলাম।
আবু সালেহ'র প্রকাশিত বইগুলো হলোঃ ১. পল্টনের ছড়াই, ২. তাড়িং মারিং, ৩. পুরোভাগে জনতা, ৪. চিরকালের খোকা, ৫. গ্রামের নাম চৌগাছি, ৬. আমার কথা ছড়ার কথা ইত্যাদি।
আবু সালেহ ইতোমধ্যে বাংলা একাডেমী পুরস্কার ও একুশে পুরস্কারে ভূষিত হয়েছেন।
বাংলা সাহিত্যে যশোরের অবদান থেকে সংগ্রহ। গ্রন্থের রচয়িতা মুহম্মদ শাহাদত আলী আনসারী।
তথ্যসূত্র:
বাংলা সাহিত্যে যশোরের অবদান গ্রন্থ
রচয়িতা: মুহাম্মদ শাহাদত আলী আনসারী