
Home ডিজিটাল যশোর (Digital Jessore) > আধুনিকায়ন হচ্ছে যশোর শিক্ষা বোর্ডের কার্যক্রম
এই পৃষ্ঠাটি মোট 85328 বার পড়া হয়েছে
আধুনিকায়ন হচ্ছে যশোর শিক্ষা বোর্ডের কার্যক্রম
যশোর শিক্ষা বোর্ডের কার্যক্রম আরো আধুনিকায়ন করা হচ্ছে। সেই লক্ষ্যে বোর্ডে অত্যাধুনিক ইন্টারনেট নেটওয়ার্কিং-এর কাজ শুরু করা হয়েছে। এ কাজ শেষ হলে সব অফিসারকে ইন্টারনেটের আওতায় আনা হবে। তারা মানুষকে এ প্রযুক্তির মাধ্যমে সঠিক সেবা প্রদান করবে। সার্টিফিকেট, মার্কসিট ও

এর আগে যশোর শিক্ষা বোর্ডে চালু করা হয়েছে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের কার্যক্রম। এবার বোর্ডের সব কক্ষের কম্পিউটার নেটওয়ার্কিংয়ের আওতায় আনা হচ্ছে। টিচার প্রোফাইল থাকবে ইন্টারনেটে। তাদের হাজিরা নিয়ন্ত্রণ করা হবে বোর্ড থেকে। শিক্ষার্থীদেরও এ আওতায় আনা হবে।
শিক্ষা বোর্ডের প্রকৌশলী কামাল হোসেন জানান, এখন প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। যার পরিপ্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড অনলাইনে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের কার্যক্রম চালু করে। এ পদ্ধতিতে শিক্ষার্থীরা সুবিধা পায়। কিন্তু অন্যান্য মানুষ শিক্ষাসংক্রান্ত কোনো কাজে বোর্ডে এলে সঠিক সেবা পায় না। বরং নাজেহাল হতে হয়। তাই বোর্ডে আসা মানুষের সঠিক সেবা প্রদানের লক্ষ্যে অত্যাধুনিক নেটওয়ার্কিংয়ের কাজ শুরু করা হয়েছে। এরপর চালু করা হবে টিচার প্রোফাইল। এসব প্রযুক্তি চালু হওয়ার পর অফিসের সব অফিসার অন লাইনে কাজ করবে।
মানুষ ঘরে বসেই এ সেবা ভোগ করবে, তখন ভুক্তভোগীরা সার্টিফিকেট, মার্কসিট বোর্ডে না এসে অনলাইনের মাধ্যমে নিতে পারবে। এতে করে মানুষের দুর্ভোগ দূর হবে। এদিকে একই সঙ্গে চালু করা হবে অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম ও টিচার প্রোফাইল। এই দুটি পদ্ধতির মধ্যে অনলাইন পদ্ধতিতে পৃথিবীর যে কোন দেশ থেকে মানুষ এক ঘন্টার মধ্যে সার্টিফিকেট, মার্কসিট পাবে।
অপর দিকে, অনলাইন টিচার প্রোফাইলের মাধ্যমে স্কুলে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। কেউ তখন শিক্ষা প্রতিষ্ঠানে ফাঁকি দিয়ে রেহাই পাবে না। এরই লক্ষ্যে ইতিমধ্যে বোর্ডের অধীনে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। ফলে হাতে কলমে কোন চিঠি দেয়া হবে না। এমনকি সব কার্যক্রম করা হবে ইন্টারনেটে। আগামী ১৬ সেপ্টেম্বর এই অত্যাধুনিক নেটওয়ার্কিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
তথ্যঃ যশোর নিউজ ২৪
সম্পাদনাঃ মোঃ হারুন-অর-রশিদ