
Home ডিজিটাল যশোর (Digital Jessore) > ডিজিটাল প্রযুক্তিতে আরো এক ধাপ এগিয়ে গেল যশোর
এই পৃষ্ঠাটি মোট 85171 বার পড়া হয়েছে
ডিজিটাল প্রযুক্তিতে আরো এক ধাপ এগিয়ে গেল যশোর
বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে অনলাইনে কোর্ট ফি ম্যানেজমেন্ট, অনলাইন মোবাইল রির্চাজসহ আধুনিক অনলাইন সেবা

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মীর জহুরুল ইসলাম, আউটসোর্সিংবীদ অসীম মল্লিক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম খান বলেন, কোর্ট ফি জমা দিতে মানুষকে হয়রানি হতে হয়। অনলাইন কোর্ট ফি ম্যানেজমেন্ট সিস্টেম চালু হওয়ায় মানুষকে আর হয়রানি পেতে হবে না। গ্রামে বসেই তিনি কোর্ট ফি জমা দিতে পারবেন। এছাড়া মোবাইল রিচার্জ করার জন্য প্রতিটি মোবাইল ফোন কোম্পানির আলাদা সিম কিনতে হয়। কিন্তু এখন তাদের আর আলাদা সিম কিনতে হবে না। আর ই-কর্মাস পদ্ধতির মাধ্যমে যশোর জেলার অনন্য ও প্রসিদ্ধ পণ্য সমুহের পাশাপাশি, গিফট আইটেম, ফুড আইটেম প্রভৃতি বাজারজাতকরণে ব্যবসায়ী, উৎপাদক ও ভোক্তাদের জন্য একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদের ই-সেবার মাধ্যমে অল্প দিনেই যশোরের মানুষ ইউনিয়ন পরিষদে বসে পাসপোর্টের ফরম পুরণ করতে পারবেন।এই ওয়েব সাইটে ঢুকে যে কেউ বাড়িতে বসে পণ্যের অর্ডার দিতে পারবেন। সে পণ্য চলে যাবে তার বাড়িতে। এই সেবা গুলো অন্যান্য জেলাও চালু করা হবে।
প্রধান অতিথি আরও বলেন, আগামী ১৪ মাসের মধ্যে দেশের সকল উপজেলাকে ই-সার্ভিসের আওতায় আনা হবে। সকল উপজেলা মিলনায়তনে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা থাকবে। স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীন জেলা যশোর। যশোর থেকেই সরকারের ডিজিটাল সুবিধা নতুন আঙ্গিকে আবির্ভাব হচ্ছে। এই ধারা বজায়ে রাখার চেষ্টা চলছে।
প্রতিবেদনঃ মোঃ হারুন-অর-রশিদ