
Home সাহিত্যিক / Litterateur > সৈয়দ সিদ্দিক হোসেন / Syed Siddique Hussain (1932-2006)
এই পৃষ্ঠাটি মোট 87061 বার পড়া হয়েছে
সৈয়দ সিদ্দিক হোসেন / Syed Siddique Hussain (1932-2006)
সৈয়দ সিদ্দিক হোসেন
Syed Siddique Hussain
Home District: Jessore
Syed Siddique Hussain
Home District: Jessore

১৯৬৭ সালে তিনি তৎকালিন পাকিস্তান টেলিভিশনে যোগ দেন। কর্মজীবনে তিনি অসংখ্য নাটক রচনা, প্রযোজনা এবং অভিনয় ছাড়াও প্রচুর সৃজনশীল অনুষ্ঠান প্রযোজনা করেন। উপস্থাপক হিসেবে বেতার ও টেলিভিশনে আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবল খেলার ধারাভাষ্যকর হিসেবেও তাঁর পরিচিতি ছিলো। তবে নাট্যাভিনয়ের প্রতিই ছিল তাঁর প্রচন্ড মোহ। বাংলাদেশ টেলিভিশনের নাটকে নানা চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। তাঁর রচিত ও প্রযোজিত নাটকগুলির মধ্যে চাতক, অভিজন, কাছেই স্বর্গ, বক্ররেখা, কলঙ্কিত পথ, ওভারকোট উল্লেখযোগ্য। দুটি ধারাবাহিক নাটকের প্রযোজনা ও নাট্যরূপ দিয়েছেন তিনি। জর্জ ইলিয়েট রচিত সাইল্যান্স মার্নায়ের ভাব অবলম্বনে “শেষ বেলা” এবং কাজী ইমদাদুল হকের “আবদুল্লাহ”।
প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণ প্রদানের জন্য তিনি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন। ১৯৯০ সালে যুক্তরাজ্য কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে তাঁকে বাংলাদেশের সম্প্রচার বিশেষজ্ঞ হিসেবে দুই বছরের জন্য মালদ্বীপ সরকারের টেলিভিশন ও বেতার সম্প্রচার উপদেষ্টা পদে নিযুক্ত করে। ১৯৯২ সালে দেশে ফিরে তিনি আবার লেখালেখি ও নাট্যচর্চার সাথে যুক্ত হন। তাঁর অনেক রচনা, নাটক (অভিনীত ও প্রযোজিত) সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে। তাঁর প্রগতিশীল চিন্তা এবং রাজনৈতিক চেতনার প্রকাশ ঘটেছে এসব রচনায়, সেখানে তিনি ধর্মান্ধতা এবং মানুষের দুখ-দুর্দশাকে পুঁজি রাজনীতির প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেছেন।
২০০৬ সালের ৩০শে অক্টোবর সৈয়দ সিদ্দিক হোসেন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন।
তাঁর একটি মেয়ে এবং একটি ছেলে যুক্তরাষ্ট্রে এবং স্ত্রী বাংলাদেশে বসবাস করছেন।