
Home সাহিত্যিক / Litterateur > হাফিজুর রহমান / Hafizur Rahman (1937-2013)
এই পৃষ্ঠাটি মোট 87090 বার পড়া হয়েছে
হাফিজুর রহমান / Hafizur Rahman (1937-2013)
হাফিজুর রহমান
Hafizur Rahman
Home District: Magura

এইচ.এম.ভি গ্রামোফোন রেকর্ড কোম্পানীতে রেকর্ডকৃত স্বাধীনতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবের উপর রচিত আমার ‘নেতা শেখ মুজিব’ শিরোনামে করাচী থেকে প্রকাশিত ৪টি গানের রেকর্ড তৎকালীন শোতৃমন্ডলীর কাছে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়। এই গানগুলি স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে অসংখ্যবার প্রচারিত হয়েছে। কৃষি, গণশিক্ষা, নির্বাচন, পরিবার পরিকল্পনা বিষয়ক সমকালীন প্রেক্ষাপটে সংগীত ও গীতিনক্সা রচনায় তিনি সিদ্ধহস্ত ; এবং এ গুলির নিজস্ব সুর সংযোজনায় ও স্বকন্ঠে পরিবেশনে তিনি প্রায় পাঁচ দশক ধরে বেতার টেলিভিশনসহ আমাদের সংগীত জগতে সক্রিয় আছেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রয়াণের পরই তাঁর স্মরণে জনাব হাফিজ “দিশারী জিয়া” শিরোনামে ৪টি গানের একটি গ্রামোফোন রেকর্ড (ঢাকা রেকর্ড) প্রকাশ করেন। হাফিজুর রহমানের রচনা, সুর ও কন্ঠে আরেকটি উল্লেখ্যযোগ্য অডিও ক্যাসেট ‘মর শালা পাবলিক’। এটি একটি প্রসাশনিক অসংতির সমালোচনামূলক ১২টি গানের অডিও ক্যাসেট। হাফিজুর রহমানের গানে রয়েছে সামাজিক কুসংষ্কার ও প্রথাবিরোধী আন্দোলন প্রয়াসী সোচ্চার সমালোচনা। তিনি সংগীতের একজন সুশিক্ষিত প্রশিক্ষক হিসেবেও নিজেকে ব্যাপৃত রেখেছেন বিভিন্ন সংগীত প্রতিষ্ঠানে। হাফিজুর রহমান ভাওয়াইয়া গানের একজন দক্ষ শিল্পী। লোক-ঐতিহ্যের আবহে রচিত গানেই তিনি সফলতা পেয়েছেন বেশি। এ ছাড়া একজন সমাজ সচেতন লেখক-কবি হিসাবে বাংলাদেশের এবং পশ্চিম বাংলার অনেক পত্র-পত্রিকায় জনাব রহমানের লেখা প্রকাশিত হয়ে আসছে। ইতোমধ্যে তাঁর লেখা দুটি বই “তবে কিন্তু কেন” এবং “স্রষ্টা সমীপে” দেশ-বিদেশে সুধী সমাজের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। ব্যক্তি জীবনে তিনি একজন ইঞ্জিনিয়ার এবং অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী।
সূত্র: জীবনের গান
লেখক: হাফিজুর রহমান।