
Home ডিজিটাল যশোর (Digital Jessore) > যশোর থেকে শুরু হচ্ছে ডিজিটাল স্বাক্ষর
এই পৃষ্ঠাটি মোট 85090 বার পড়া হয়েছে
যশোর থেকে শুরু হচ্ছে ডিজিটাল স্বাক্ষর
দেশে প্রথম ডিজিটাল স্বাক্ষর পদ্ধতি চালু হচ্ছে যশোর থেকে। আগামী আগস্ট থেকে আধুনিক এ পদ্ধতি চালু করা হবে।

যশোরের এ মডেল অনুসরণে ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে সারাদেশের সরকারি দপ্তরে চালু হবে এ পদ্ধতি।
যশোরের জেলা ও উপজেলা অফিস প্রধানদের এ উপলক্ষে প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম।
আধুনিক এ পদ্ধতি চালু হলে কর্মকর্তাদের স্বাক্ষরের জন্য দপ্তরে দপ্তরে কড়া নাড়তে হবে না।
যশোর কালেক্টরেট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘এক বছরের মধ্যে দেশের ২০ হাজার সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল স্বাক্ষর পদ্ধতি চালু করা হবে। যশোরে পাইলট কর্মসূচি হিসেবে এটি বাস্তবায়ন হচ্ছে। পরবর্তীতে এ অভিজ্ঞতা ছড়িয়ে দেয়া হবে। এক সময় সব প্রতিষ্ঠানেই ডিজিটাল স্বাক্ষর চালু হবে।’
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘অফিসগুলোতে ডিজিটাল স্বাক্ষর চালু হলে কর্মকতাদের আর ফাইলপত্র স্বাক্ষরের জন্য আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। অনলাইনে নথি প্রেরণের পর সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ডিজিটাল সাইন দিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারবেন। এটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। এতে স্বাক্ষর নকল করার কোনো সুযোগ নেই। একই সাথে গোপনীয়তা বজায় রাখারও সুযোগ রয়েছে।’
তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষ যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম বলেন, ‘জেলার সব দপ্তরে সেপ্টেম্বর থেকে ডিজিটাল স্বাক্ষর পদ্ধতি চালু হচ্ছে। আর যশোরের এ মডেল অনুসরণে ডিসেম্বর থেকে চালু করা হবে সারা দেশে।