আমজাদ হোসেন
Amjad Hossain
Home District: Jessore, Bagharpara
জন্ম ১৯৪২ সনে। পিতা মোহাম্মদ মনিরুজ্জামান। পৈত্রিক বাড়ি বুধোপুর, উপজেলা- বাঘারপাড়া, জেলা- যশোর। যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ। যশোর মাইকেল মধুসূদন কলেজ থেকে ১৯৬২ সনে আই এ পাশ। ১৯৬৩ সনে উক্ত কলেজে বাংলা অনার্সে ভর্তি হন এবং ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত। যশোর কেন্দ্রীয় কারাগারে থেকে ১৯৬৭ সনে বিএ অনার্স পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ। ১৯৬৮ সনে জেল থেকে বের হয়ে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। নির্বাচিত হন যশোর জেলার কৃষক সমিতির সাধারণ সম্পাদক। ছাত্র অবস্থাতেই বামপন্থী আন্দোলনে যোগদান। ১৯৯০ সনে রাজনীতি থেকে অবসর নেন। তিনি বহু গ্রন্থ প্রণেতা। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- বাংলাদেশের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের রাজনৈতিক অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক দল, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাস, বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের রূপরেখা, বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাস, বাঙালির ঐতিহ্য বাঙালির ভবিষ্যৎ, নকশাল বাড়ি কৃষক আন্দোলন, মৌলবাদ ও বাংলাদেশের রাজনীতি, আলবেনিয়া কোন পথে, তৃতীয় বিশ্ব ও অন্যান্য প্রবন্ধ, আজকের রাজনীতি প্রভৃতি উল্লেখযোগ্য। বর্তমানে তিনি নানা গবেষণামূলক গ্রন্থ ও প্রবন্ধ রচনায় নিয়োজিত রয়েছেন।
তথ্যসূত্র :
সাক্ষাৎকার
ও
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী, বইমেলা স্মারক সংখ্যা - ১