
Home সাহিত্যিক / Litterateur > বেনজীন খান / Benzin Khan (1968)
এই পৃষ্ঠাটি মোট 84860 বার পড়া হয়েছে
বেনজীন খান / Benzin Khan (1968)
বেনজীন খান
Benzin Khan
Home District: Jessore, Chowgacha

ফুরকানিয়া মাদ্রাসায় লেখাপড়ার হাতে খড়ি। এরপর সিংহঝুলি প্রাইমারী স্কুলে, শতদল স্কুল (বর্তমান শাহীন স্কুল) এবং সর্বোশেষ খয়েরতলা স্কুল হতে ম্যট্রিক পরীক্ষা দেন। যশোর এম, এম কলেজে ইন্টারমিডিয়েট পড়াকালীন ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ায় লেখা-পড়ার বিঘ্ন ঘটে। পরে প্রাইভেট পরীক্ষা দিয়ে আই এ পাশ করেন। তেজগাঁ কলেজ থেকে ডিগ্রী পরীক্ষা দেন। সর্বোশেষ মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজ হতে দর্শন শাস্ত্রে মাস্টার্স প্রথম পর্ব শেষ করে বাদ দেন প্রাতিষ্ঠানিক লেখাপড়া। প্রচলিত প্রথা ও ট্র্যাডিশনের প্রতি বিরাগ।
স্কুলজীবন থেকেই স্কাউটিং, ইন্টারেক্ট, রোটার্যাক্ট, বিজ্ঞান আন্দোলন এবং কলেজ জীবন থেকেই প্রগতিশীল রাজনীতির সাথে সক্রিয়। এয়ার স্কাউট থেকে দেশের বাইরে শ্রীলঙ্কা যাবার সুযোগ হয় তাঁর। রোটার্যা রোটার্যাক্ট আন্দোলন থেকে ‘সেকেন্ড সাউথ এশিয়ান রোটার্যা রোটার্যাক্ট কনফারেন্স’ ভারতে বাংলাদেশের লিয়াঁজো অফিসার হিসাবে যোগদান। বিজ্ঞান আন্দোলনে একাধিক উদ্ভাবনীতে জাতীয় পুরস্কারে ভূষিত।
উল্লেখযোগ্য আবিস্কার : কচুড়িপানা থেকে ‘সাদা কাগজ’, ‘ব্লোটিং পেপার’, ‘ফিল্টার পেপার’ ও হস্তচালিত স্যালো ম্যাশিন’।
সাংবাদিকতা করেছেন বেশ কয়েকটি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। যশোর হতে প্রকাশিত প্রথম দৈনিক স্ফুলিঙ্গে বিজ্ঞানের উপর কলাম লিখতেন। দৈনিক রানার পত্রিকায় প্রথম পেশা হিসেবে কাজ করেন। তারপর বর্তমান দৈনিকে, লোকসমাজে, ঢাকা থেকে প্রাকাশিত চিন্তা পত্রিকাতে কাজ করেছেন।
গবেষণা, বই আলোচনা, চলচ্চিত্র সমালোচনা ও গল্প লিখেছেন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিনে। লিখেছেন এশিয়াটিক সোসাইটির ১০ খন্ডে প্রকাশিত বাংলাপিডিয়ায়। দর্শন, ইতিহাস, সমাজতত্ত্ব, ধর্মতত্ত্ব ও রাজনীতি তাঁর আগ্রহের বিষয়। যশোরের ঝিকরগাছার পানিসারা গ্রামের মহান মনীষী আবুল হুসেন স্মরণে ‘আবুল হুসেন রাষ্ট্রসভা’ নামে একটি মঞ্চ গঠন করেছেন নিজ বাড়িতে। এ মঞ্চে প্রতি শুক্রবার পাঠচক্র ও বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়। বর্তমানে ইলেট্রনিক মিডিয়া আর.টি.ভি.তে সাংবাদিকতার পাশাপাশি দেশব্যাপি পাঠচক্র আন্দোলন সংগঠিত করার কাজে রত।
সম্মানিত সদস্য :
বাংলা একাডেমী, ঢাকা
এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ঢাকা
যশোর ইনস্টিটিউট, যশোর
বাংলাদেশ ইতিহাস সমিতি, ঢাকা
লালন একাডেমী, কুষ্টিয়া
প্রকাশিত গ্রন্থ :
বিজ্ঞান মানুষের জন্য, জানুয়ারি ১৯৮৪
প্রকাশিত গদ্য, একুশের বই মেলা ২০০২
সালমান রুশদীদের ‘সেফ হ্যাভেন’ এবং একজন সম্মানিত বিবেক, সেপ্টেম্বর ২০০২
দ্বন্দ্বে ও দ্বৈরথে, ফেব্রুয়ারি ২০০৩
পশু কোরবানী-একটি বিকল্প প্রস্তাব, জানুয়ারি ২০০৫
এডওয়ার্ড ডব্লিউ সাঈদ-আবিশ্ব বিবেকের কণ্ঠস্বর, ফেব্রুয়ারি ২০০৫
বুদ্ধিরমুক্তি শিখা ও আবুল হুসেন, ফেব্রুয়ারি ২০০৬
ভারতের আন্ত;নদী সংযোগ-বাংলাদেশের বিপর্যয়, একুশে বই মেলা, ফেব্রুয়ারি ২০০৯
বাংলার প্রাকৃত ধর্ম, ভগমেনে বাঙালি হাড়ি
বস্তুবাদের অবাস্তবতা: ভাববাদের ভ্রান্তি
পুরস্কার :
মনিরামপুর শিল্পী গোষ্ঠী কর্তৃক ১ ফেব্রুয়ারি ২০০৯ গুণীজন সম্মাননায় সংবর্ধিত।
তথ্যসূত্র :
সাক্ষাৎকার
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী, বইমেলা স্মারক সংখ্যা - ১
সম্পাদনা :
মোঃ হাসানূজ্জামান বিপুল
তথ্য সংগ্রহে সহযোগিতা :
শ্রী তারপদ দাস
সর্বশেষ আপডেট:
অক্টোবর ২০১১