
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ
এই পৃষ্ঠাটি মোট 91349 বার পড়া হয়েছে
মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ
ঢাকা-খুলনা মহাসড়কের পার্শ্বে ঐতিহ্যবাহী চিত্রা নদীর তীরে এই প্রাচীন উচ্চ শিক্ষার পিঠাস্থানটি অবস্থিত। প্রাকৃতিক পরিবেশে এই নিকেতনটিকে এক অপূর্ব বৈশিষ্ট্য দান করেছে। প্রায় দশ একর জমির উপর প্রসস্ত দ্বিতল ভবন, পাকা ছাত্রাবাস, ২টি বিরাট পুকুর, অডিটোরিয়াম ও খেলার মাঠ নিয়ে কলেজটি অবস্থান করছে।
সোভিয়েট বুদ্ধিজীবি দনিয়েল চুক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রকিব, জাতিসংঘের প্রতিনিধি রবার্ট টি. এলেন, জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান প্রভৃতি বরেণ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্বগন কলেজটি পরিদর্শন করে মুগ্ধ হন।
প্রতিষ্ঠাতা মরহুম মোঃ আফসার উদ্দীন নিজ পিতার স্মৃতি রক্ষার্থে সে সময় উক্ত জমি এবং নগদ বিশ হাজার টাকা দান করে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। তাঁকে সার্বিক সহায়তা দান করেন প্রাক্তন সংসদ সদস্য মরহুম নূর আলী মিয়া (প্রতিষ্ঠাতা সম্পাদক), মোঃ রফিউদ্দিন মিয়া, মোঃ নূর উদ্দিন মিয়া প্রমূখ ব্যক্তিবর্গ।
১৯৬৭ সালে কলেজটি উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে যশোর শিক্ষা বোর্ডের প্রথম অনুমোদন লাভ করে। কলেজটি প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা চড়াই উৎরাই পার হয়ে প্রাক্তন অধ্যক্ষ মোঃ তরফদার গোলাম মোস্তফা এর আমলে এটি একটি পুর্ণাঙ্গ কলেজে পরিণত হয়। কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মোঃ রেজাউর রহমান।
উচ্চ শিক্ষা লাভের জন্য এই এলাকায় এটিই একমাত্র প্রতিষ্ঠান। প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সমস্ত সম্মানিত শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে অধ্যক্ষ সাহেবকে সার্বিক সহযোগিতা করেছেন তাঁদের মধ্যে অধ্যাপক মরহুম আব্দুর জলিল, মরহুম মণি পীর, অধ্যাপক আলাউদ্দিন, অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক ইউছুপ আলী, অধ্যাপক চন্ডিপদ সাহা, অধ্যাপক দিপ্তিশ ব্যানার্জী, অধ্যাপক শম্ভুচাঁদ গাজী, অধ্যাপক শরিফুল ইসলাম ও অধ্যাপক আবদুল কাদের উল্লেখযোগ্য। ইহা ছাড়া সমস্ত অধ্যাপকবৃন্দ ও স্থানীয় জন সাধারণের সুদৃষ্টি এ কলেজের প্রতি সর্বক্ষণ বিরাজমান।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথা
লেখক: অধ্যাপক কাজী শওকত শাহী
সম্পাদনা:
শামিউল আমিন (শান্ত)
মোঃ হাসানূজ্জামান বিপুল