
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > জোড়াদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
এই পৃষ্ঠাটি মোট 91379 বার পড়া হয়েছে
জোড়াদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
বৃটিশ আমলে এলাকায় অসংখ্যা নীলকুঠি ছিল। সেই নীলকর কুঠিয়ালদের নিজস্ব ছেলেমেয়েদের লেখাপড়া শেখাবার জন্য ও কিছু দেশীয় কর্মচারী তৈরী করার লক্ষ্যে তৎকালীন কুঠিয়াল জেমস রবার্ট সাহেবের একক প্রচেষ্টায় এই বিদ্যালয়টি উচ্চ ইংরেজী স্কুল হিসাবে তারই কুঠিরের একাংশে প্রতিষ্ঠিত হয়। জেমস রবার্ট সাহেবের প্রচেষ্টায় কোলকাতা বিশ্ব-বিদ্যালয় কর্তৃক ১৮৯৮ সালে স্থায়ীভাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়। ১৯৭৪ সালের পর এই বিদ্যালয়টি প্রায় ধ্বংসের মুখে পতিত হয়। পাকিস্তান প্রতিষ্ঠার পর এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একত্রিত হয়ে পুনরায় নব উদ্যমে এই বিদ্যালয়টি আবার পরিচালনা করেন। বর্তমানে বিদ্যালয়টি ৬.৬৮ একর জমির উপর ১২ কক্ষ বিশিষ্ট একতলা ভবন, খেলার মাঠ ও একটি পুকুর নিয়ে অবস্থিত। ঐতিহ্যবাহী বিদ্যালয় হিসাবে এই বিদ্যালয়টির এলাকায় একটি নিজস্ব ভাবমুর্ত্তি আছে।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল