
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > পোড়াহাটী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
এই পৃষ্ঠাটি মোট 91379 বার পড়া হয়েছে
পোড়াহাটী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
হরিনাকুন্ডু উপজেলা ঝিনাইদহ জেলার সবচেয়ে যোগাযোগহীন উপজেলা। এই বিদ্যালয়টি গ্রাম বাংলার এক শান্ত পরিবেশে ২.৩১ একর জমির উপর দুই কক্ষ বিশিষ্ট পাকা ভবন ও আট কক্ষ বিশিষ্ট সেমিপাকা ভবন নিয়ে অবস্থিত। এলাকাবাসিদের মধ্যে জ্ঞানের আলো জ্বেলে দেবার লক্ষ্যে প্রাক্তন চেয়ারম্যান মাহতাব হোসেন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তাকে ব্যাপকভাবে সহযোগিতা করেন মোঃ আহাদ আলী শেখ, মোঃ পিজির উদ্দীন বিশ্বাস, তোফাজ্জেল হোসেন শিক্ষক ও অন্যান্য সুধীবৃন্দ। এই এলাকার বাসিন্দা না হওয়া সত্ত্বেও তৎকালীন সাব-রেজিস্টার আজিজুল হক বলিষ্টভাবে এগিয়ে আসেন বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য। নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক, দ্বিমুখী পর্যায়ে পৌঁছাতে এই এলাকার মানুষের অবদানও কম নয়। তারাই ছাত্রদের লজিং দিয়ে বিভিন্ন সময়ে নানাবিধ সাহায্যের হাত বাড়িয়ে এই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রেখেছেন। বিদ্যালয়টি ১৯৬৯ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রথম অনুমোদিত লাভ করে। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মনোয়ার হোসেন, (বি-কম)। বিদ্যালয়টি এই এলাকার একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র :
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক : কাজী শওকত শাহী
সম্পাদনা :
মো: হাসানূজ্জামান বিপুল