
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > দুলাল মুন্দিয়া জি, কে মাধ্যমিক বিদ্যালয় (১৯৭৩)
এই পৃষ্ঠাটি মোট 91383 বার পড়া হয়েছে
দুলাল মুন্দিয়া জি, কে মাধ্যমিক বিদ্যালয় (১৯৭৩)
ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন উপজেলা থেকে প্রায় দুই মাইল দূরে পল্লীর ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মানষিকতা নিয়ে এলাকার সর্বশ্রেণীর মানুষের প্রচেষ্টায় ১৯৭৩ খৃষ্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১.৫০ একর জমির উপর ৫ কক্ষ বিশিষ্ট পাকা ভবন নিয়ে বিদ্যালয়টির অবস্থান। এর প্রধান শিক্ষক মোঃ আবদুল হালিম।
প্রথমাবস্থায় একটি সাধারণ গৃহে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অল্প সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়টি ১৯৮৯ সালে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। এলাকাবাসির ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি দ্রুত উন্নতির পথে অগ্রসর হয়ে চলেছে।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত