
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয় (১৯৩৭)
এই পৃষ্ঠাটি মোট 91314 বার পড়া হয়েছে
হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয় (১৯৩৭)
বারো আউলিয়ার স্মৃতি বিজোড়িত, কিংবদন্তির বারোবাজারের কেন্দ্রস্থলে এক প্রাকৃতিক মনোরম পরিবেশে ১৯৩৭ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়টি ৩ একর জমির উপর ১৭ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নিয়ে অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সকল বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের অবদান বিশেষ স্মরনীয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মৃত কবিরাজ আবদুর রহমান, মৃত কাশেম আলী বিশ্বাস, মৃত নিয়ামত আলী মৃধা, মৃত রেফেজ উদ্দীন বিশ্বাস, শাহ মোঃ মজিবুর রহমান, মৃত দরবেশ বিশ্বাস, মৃত ফটিক বিশ্বাস, কানাইলাল রায়, মোঃ মতিয়ার রহমান। মহিষাহাটি গ্রামের মরহুম নিয়ামত আলী মৃধা বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য ৩ একর জমি স্বেচ্ছায় দান করেন। বিদ্যালয়টি ১৯৫৮ সালে এলাকাবাসীদের সাহায্যে সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। বিদ্যালয়টি এই এলাকার একটি প্রাচীনতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত