
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > কোলাবাজার সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় (১৯৬১)
এই পৃষ্ঠাটি মোট 91378 বার পড়া হয়েছে
কোলাবাজার সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় (১৯৬১)
কালীগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র থেকে ১০ কি. মি. পূর্ব দিকে অবস্থিত পল্লী বাজার কোলা। এই এলাকার পল্লী সন্তানদের মাঝে জ্ঞান দানের লক্ষ্যে ১৯৬১ সালে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় কোলা বাজারের একটি পরিত্যক্ত গৃহে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টির জন্ম। ৩.২৬ একর জমির উপর খেলার মাঠ, একটি পুকুর ও চার কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনসহ ১১ টি কক্ষ নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহামান (বি,এ)।
প্রথম পর্যায়ে বিদ্যালয়টির জন্য যারা ত্যাগ স্বীকার করেন তারা হলেন মরহুম মোঃ জামাল হোসেন মোল্লা (প্রাক্তন চেয়ারম্যান), মোঃ আবু সুফিয়ান মোল্লা, মরহুম গোলাম আকবর খান, অমূল্য রতন মজুমদার, মোঃ গোলাম মোস্তফা, বাবু রবীন্দ্রনাথ মিত্র ও শিক্ষক কালীপদ সাহা। তাদের সকলের প্রচেষ্টায় বিদ্যালয়টির ব্যাপক উন্নতি সাধিত হয়। ১৯৬২ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বিদ্যালয়টির ব্যাপক ক্ষতি সাধন হয়। কিন্তু এই দুর্দিনে বর্তমান প্রধান শিক্ষক, বিদ্যালয়ের কার্যর্নিবাহী পরিষদ ও স্থানীয় জনগনের সহযোগিতা বিদ্যালয়টি তার পূর্ণ গৌরব ফিরে পায়। বিদ্যালয়টি অসংখ্য কৃতি ছাত্রের জনক।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত