
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৫৩)
এই পৃষ্ঠাটি মোট 91318 বার পড়া হয়েছে
সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৫৩)
কালীগঞ্জ উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৫৩ সালে মরহুম আবু বক্কর মালিতা, নূর আলী মিয়া, আলহাজ রফিউদ্দীন আহম্মদ, কাজী নওশের আলী, মরহুম মোঃ সোলায়মান মিয়া, ডাঃ এস, এম, এ করিম প্রমুখ ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টায় নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১.২০ একর জমির উপর ১৪ কক্ষ বিশিষ্ট একতলা ভবন ও বিদ্যালয় সংলগ্ন প্রধান শিক্ষিকার বাস ভবন নিয়ে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি প্রাথমিক পর্যায়ে ৫ জন মাত্র ছাত্রী নিয়ে বর্তমানে মোবারক আলী বিদ্যালয় সংলগ্ন ৩০ শতাংশ খাস জমির উপর শুভ সূচনা করা হয়। মরহুম আলহাজ আবু বকর মালিতার বিশেষ অবদানের জন্য তার পিতা ও মাতার নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় “আব্দুল্লাহ আমিনা বালিকা বিদ্যালয়”। পরবর্তীকালে মরহুম সোলায়মান মিয়া এককালীন আর্থিক সাহায্যের দ্বারা বিদ্যালয়টির প্রভূত উন্নতি সাধন করেন এবং তখন সোলায়মান মিয়া মাতার নামানুসারে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে বর্তমান নাম “সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়” রাখা হয়। ১৯৬৮ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে। বিদ্যালয়টির উন্নয়নের লক্ষ্যে প্রাক্তন সংসদ সদস্য মোঃ আব্দুস ছাত্তার মিয়া, মাহাবুবুর রহমান ও আব্দুল মান্নান ব্যাপক অবদান রেখে চলেছেন। বিদ্যালয়টি এই এলাকার নারী শিক্ষার্থীদের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত