
Home ঝিনাইদহ জেলা / Jhenidah District > ঝিনাইদহ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় (১৯১২)
এই পৃষ্ঠাটি মোট 91379 বার পড়া হয়েছে
ঝিনাইদহ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় (১৯১২)
ঝিনাইদহ জেলার একমাত্র প্রাচীন নারী শিক্ষা প্রতিষ্ঠাটি আনুমানিক ১৯১২ খৃষ্টাব্দে খৃষ্টান মিশনারী কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ৪৭ শতক জমির উপর বিদ্যালয়টিতে বিজ্ঞানাগার সহ ৮ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন আছে।
প্রথম পর্যায়ের ইতিহাস সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায় না। তবে অনুমান করা হয়ে থাকে যে, ১৯১২ সালের দিকে খৃষ্টান মিশনারী কর্তৃক এলাকার বালিকাদের শিক্ষাদানের লক্ষ্যে নিম্ন প্রাথমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টির সূচনা হয়। বর্তমান যেখানে ম্যাটারনিটি হাসপাতালের অবস্থান সেখানেই বিদ্যালয়টির প্রথম শ্রেণী কার্যক্রম শুরু হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পরে বর্তমান কে, সি কলেজের পিছনে নিজস্ব বাড়ীতে প্রাথমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টির কাজ চলতে থাকে এবং সেখানেই বিদ্যালয়টি মধ্য ইংরেজী স্কুল পর্যায়ে উন্নীত হয়। ১৯৫৪ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে। ১৯৬০ সালে বিদ্যালয়টি স্থানান্তরিত হয়ে (বর্তমান স্থানে) তৎকালীন বালক বিদ্যালয়ে স্থাপিত হয় এবং বালক বিদ্যালয়টি (বর্তমান সরকারী বালক বিদ্যালয়) বর্তমানে স্থানে স্থানান্তরিত হয়। ১৯৭০ সালে এই বালিকা বিদ্যালয়টিকে সরকারীকরণ করা হয়। এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষিকার দায়িত্বে নিয়োজিত ছিলেন মিসেস মনোয়ারা খাতুন। বিদ্যালয়টি খৃষ্টান মিশনারী কর্তৃক প্রতিষ্ঠিত হলেও সরকারীকরণের পূর্ব পর্যন্ত বিদ্যালয়টির উন্নয়নের ক্ষেত্রে ঝিনাইদহবাসীদের অবদান বিশেষ স্মরণীয়। বিদ্যালয়টি ঝিনাইদহ জেলার নারী শিক্ষার একটি গৌরবময় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
তথ্য সূত্র:
শিক্ষালয়ের ইতিকথায় যশোর
লেখক: কাজী শওকত শাহী
সম্পাদনা:
মোঃ হাসানূজ্জামান বিপুল
শামিউল আমিন শান্ত