
Home ব্যবসা বাণিজ্য (Business) > জনকল্যানমূলক কর্মকান্ডে স্পন্সর
এই পৃষ্ঠাটি মোট 90839 বার পড়া হয়েছে
জনকল্যানমূলক কর্মকান্ডে স্পন্সর
যশোর বাংলাদেশের প্রাচীন অথচ অবহেলিত একটি জেলা। আমাদের প্রিয় এ জেলাটিকে এগিয়ে নেয়ার দায়িত্ব আপনার, আমার তথা সমগ্র যশোরবাসীর। আমরা কতিপয় যুবক যশোর.ইনফো ওয়েবসাইটের মাধ্যমে আমাদের গুরুদায়িত্ব পালনে এগিয়ে চলেছি। মাত্র কয়েকজনের পক্ষে এত বড় একটি জনপদের ভার নেয়া অত্যন্ত কঠিন ব্যাপার। তারপরও অসম্ভব কঠিন এই দায়িত্বটি কাঁধে তুলে নিয়েছি। এখন প্রয়োজন বৃহত্তর যশোরের সামর্থবান ব্যক্তিদের নিঃশর্ত অংশগ্রহণ। আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে স্পন্সর করে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা পেলে শুধু বৃহত্তর যশোর নয়, সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি জেলার উপর এমন ওয়েবসাইট তৈরী করতে উদ্যোগ নেব ইনশাআল্লাহ।
স্পন্সরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান যে বিষয়ের উপর স্পন্সর করবেন সেখানে কমপক্ষে ৫-১০ বছরের জন্য যেকোন বিষয় প্রচারের সুবিধা পাবেন। থাকবে আপনাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ছবি, কার্যক্রম, পণ্য থাকলে তার বিজ্ঞাপন ইত্যাদি আরও কিছু।
# বেকারদের জন্য চাকরির সংস্থান:
বৃহত্তর যশোরের বহু শিক্ষিত বেকার যোগ্যতা অনুযায়ী চাকরি সংগ্রহ করতে না পেরে অতি কষ্টে দিন-যাপন করছেন। আবার অনেক উদ্যোক্তা নিজ প্রতিষ্ঠানে যশোরের ছেলে-মেয়েদের চাকরি দিতে আগ্রহী। যশোর.ইনফো এবিষয়ে পরষ্পরের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে করতে Jessore.info Job সংযোজন করেছে। এখানে একদিকে যেমন চাকরি প্রার্থীরা তাদের সিভি পোস্ট করতে পারবেন আবার চাকরিদাতারা চাকরি বিজ্ঞপ্তি দিতে পারবে। অনলাইনে পরষ্পরের সাথে এমন যোগাযোগের মাধ্যমে বৃহত্তর যশোরের বেকার সমস্যা কিছু হলেও সমাধান হবে ইনশাআল্লাহ। অন্যান্য জব সাইটগুলির মত করে পরিচালনা ও নিয়মিত আপডেট করার জন্য প্রয়োজন প্রচুর টাকা। এ কাজে ব্যয় হবে আনুমানিক = ৫০ হাজার টাকা।
স্পন্সর মূল্য= ১ লাখ টাকা। (পরিচালনা ও প্রচারনা ব্যয়সহ) - প্রচার সময় ১০ বছর।
# চিকিৎসা সুবিধাঃ
বৃহত্তর যশোরের বহু চিকিৎসক বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত। এসকল চিকিৎসকের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ওয়েবসাইটে তুলে ধরতে পারলে বৃহত্তর যশোরের যেকোন মানুষ নিজ এলাকার চিকিৎসকদের মাধ্যমে একটু বাড়তি চিকিৎসা সুবিধা পেতে পারেন।
স্পন্সর মূল্য= ১ লক্ষ টাকা। (পরিচালনা ও প্রচারনা ব্যয়সহ) - প্রচার সময় ১০ বছর।
# প্রয়োজনীয় রক্তের সন্ধান:
যশোর থেকে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে আসা অনেকের জরুরী রক্তের প্রয়োজন হয়। কিন্তু বিশুদ্ধ মেলানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। Jessore.info Blood Search এ সমস্যার কিছুটা সমাধানে উদ্যোগ নিচ্ছে। এখানে শত শত মানুষের রক্তের গ্রুপ, নাম, ঠিকানা, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থাকবে। খুব সহজেই একজন ওয়েবসাইট সার্চ করে যশোরের মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে কাঙ্খিত রক্ত সংগ্রহ করে রোগীর জীবন বাঁচাতে পারবেন।
স্পন্সর মূল্য= ৫০ হাজার টাকা। (পরিচালনা ও প্রচারনা ব্যয়সহ) - প্রচার সময় ৫ বছর।
# ফোন ইনডেক্স :
বৃহত্তর যশোরের বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের টেলিফোন ও মোবাইল নম্বর সংগ্রহ করে একটি ফোন ইনডেক্স তৈরীর কাজ চলছে। গত ৭ বছর আগে বৃহত্তর যশোরের ৮ হাজার টেলিফোন নম্বর সংগ্রহ করে একটি টেলিফোন ইনডেক্স তৈরী করা হয়েছিল। এখন এগুলি আপডেটের প্রয়োজন পড়ছে। আপততঃ আমাদের পরিকল্পনায় রয়েছে কমপক্ষে ২০ হাজার টেলিফোন ও মোবাইল নম্বর সংগ্রহ করে একটি ফোন ইনডেক্স তৈরী করার। কাজটি করতে আনুমানিক ৫০ হাজার টাকা খরচ হবে।
স্পন্সর মূল্য = ৫০ হাজার টাকা। - প্রচার সময় ৫ বছর।
# বাংলার পাশাপাশি ইংরেজীতে ভাষান্তর:
বিভিন্ন ভাষা-ভাষীর মানুষ যশোর সম্পর্কে যেন জানতে পারে সেই লক্ষ্যে আমাদের এই ওয়েবসাইটকে বাংলার পাশাপাশি ইংরেজিতে ভাষান্তরের পরিকল্পনা করছি। ইতোমধ্যে বেশকিছু অবাঙ্গালী আমাদের ওয়েবসাইট ভিজিট করে ই-মেইল পাঠিয়েছেন।
স্পন্সর মূল্য= ২ লক্ষ টাকা- প্রচার সময় ২০ বছর
# সারা বিশ্বে বসবাসরত বৃহত্তর যশোরবাসীদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা:
সারা বিশ্বে বসবাসরত বৃহত্তর যশোরবাসীর মধ্যে একটি কমিউনিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের। ফেইসবুকের মত একটি নেটওয়ার্কসহ প্রচুর মানুষের সংক্ষিপ্ত পরিচিতি, ঠিকানা ও ফোন নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
স্পন্সর মূল্য= ৫০ হাজার টাকা- প্রচার সময় ৫ বছর।
# বিদেশ থেকে উপহার সামগ্রী পাঠানোঃ
বৃহত্তর যশোরের প্রচুর মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। বিভিন্ন উপলক্ষ্যে তারা দেশে স্বজনদের কাছে উপহার সামগ্রী পাঠাতে চান। ঢাকায় সেটা সম্ভব হলেও মফস্বল শহরে বেশ কঠিন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বৃহত্তর যশোরের মানুষকে খুব শিগ্রহই এই সুবিধা দিতে যাচ্ছি, ইনশাআল্লাহ।
স্পন্সর মূল্য = ১ লক্ষ টাকা। - প্রচার সময় ১০ বছর।
# বৃহত্তর যশোরের সকল চিকিৎসকদের সংক্ষিপ্ত পরিচিতি ও মোবাইল নম্বর সংগ্রহ :
বৃহত্তর যশোরের (মাগুরা, ঝিনাইদহ, নড়াইল ও যশোর) বহু চিকিৎসক দেশে-বিদেশে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত। সকল চিকিৎসকের ঠিকানা ও যোগাযোগের নম্বর একসাথে পাওয়া যায় না। আমরাই প্রথম উদ্যোগ নিচ্ছি এ সকল চিকিৎসকের সংক্ষিপ্ত পরিচিতি ও যোগাযোগের নম্বর সংগ্রহ করে ওয়েবসাইটে প্রকাশ করতে। আশাকরি বৃহত্তর যশোরের মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন।
চারটি জেলার আনুমানিক ৫০০ চিকিৎসক দেশে-বিদেশে বিভিন্ন স্থানে কর্মরত। একজন চিকিৎসকের সাথে সাক্ষাৎ করে তথ্য সংগ্রহ করতে আনুমানিক খরচ ১০০ টাকা। এই হিসেবে ৫০০ চিকিৎসকের তথ্য সংগ্রহ করতে আনুমানিক খরচ ৫০ হাজার টাকা।
স্পন্সর মূল্য = ১ লক্ষ টাকা। - প্রচার সময় ৫ বছর।
# সাংবাদিকদের তথ্য সংগ্রহ :
বর্তমান জাতীয় ও আঞ্চলিক সংবাদ মাধ্যমে বৃহত্তর যশোরের প্রচুর সাংবাদিক কর্মরত। বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে কর্মরত এসকল সাংবাদিকদের সাথে অনেক সময় যোগাযোগের প্রয়োজন হয়ে পড়ে। আবার অনেক সময় নির্দিষ্ট সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগের প্রয়োজন হয়। যদি বৃহত্তর যশোরের সকল সাংবাদিকের সংক্ষিপ্ত পরিচিতি ও যোগাযোগের নম্বর সংগ্রহ করে ওয়েবসাইটে দেয়া যায় তাহলে অনেকেই উপকৃত হবেন।
বৃহত্তর যশোরের আনুমানিক ৩০০ সাংবাদিক বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আছেন। প্রত্যেকের সাথে সাক্ষাৎ করে তথ্য সংগ্রহ করতে আনুমানিক ১০০ টাকা খরচ হয়। এই হিসেবে ৩০০ সাংবাদিকের তথ্য সংগ্রহ করতে আনুমানিক ৩০ হাজার টাকা খরচ হবে।
স্পন্সর মূল্য = ৫০ হাজার টাকা। - প্রচার সময় ৫ বছর।
# বৃহত্তর যশোরের সকল বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি ও ফোন নম্বর সংগ্রহ :
• পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ: মোট সংখ্যা= ১০০, মোট খরচ= ১০ হাজার টাকা। স্পন্সর মূল্য= ২০ হাজার টাকা।
• সিভিল প্রশাসনের কর্মকর্তাবৃন্দ: মোট সংখ্যা= ২৬৯, মোট খরচ= ২৫ হাজার টাকা। স্পন্সর মূল্য= ৩০ ”
• বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তথ্য সংগ্রহ: মোট সংখ্যা= ৩০০, মোট খরচ= ৩০ হাজার টাকা। স্পন্সর মূল্য= ৩০”
• ব্যাংক কর্মকর্তা: মোট সংখ্যা= ২০০ (আনুমানিক), মোট খরচ= ২০ হাজার টাকা। স্পন্সর মূল্য= ২৫ হাজার টাকা।
• ব্যবসায়ী : মোট সংখ্যা = ২৫০ (আনুমানিক), মোট খরচ = ২০ হাজার টাকা। স্পন্সর মূল্য= ২৫ হাজার টাকা।
• অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি = ৩০০ (আনুমানিক), মোট খরচ = ৩০ হাজার টাকা। স্পন্সর মূল্য= ৩০ হাজার টাকা।
মোট স্পন্সর মূল্য= ১ লক্ষ ৫০ হাজার টাকা। - প্রচার সময় ১৫ বছর।
# ইতিহাস-ঐতিহ্য :
ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ বৃহত্তর যশোর জেলার প্রচুর তথ্য আমাদের সংগ্রহে রয়েছে। এর মধ্যে রয়েছে * যশোরাদ্য দেশ, লেখক: হোসেন উদ্দিন হোসেন, * বৃহত্তর যশোরের মুক্তিযুদ্ধের ইতিহাস, লেখক: ড. মোঃ আনোয়ার হোসেন, * মুক্তিযুদ্ধে যশোর, লেখক: রুকুনউদ্দৌলা, যশোর-খুলনার ইতিহাস, লেখক: সতীশ চন্দ্র মিত্র, * ঝিনাইদহের ইতিহাস, লেখক: এম এম আল ফারুক, * বৃহত্তর যশোরের লোককবি ও চারণকবি, লেখক: মহসিন হোসাইন ইত্যাদি। এসব তথ্য কম্পিউটার কম্পোজ করে ওয়েবসাইটে সংযোজন করতে আনুমানিক ৩০ হাজার টাকা প্রয়োজন।
স্পন্সর মূল্য= ৫০ হাজার টাকা। (কিছু পরিচালনা ব্যায় যুক্ত হয়েছে) - প্রচার সময় ৫ বছর।
যোগাযোগের নম্বর:
চেয়ারম্যান : ০১৯১২-০৭৪১২৬, ০১৬৭৪-৯৯৫৫১৫ (ঢাকা)
সেক্রেটারী : ০১৭১২-৮৭৬৩৩৩ (ঢাকা)
ভাইস চেয়ারম্যান : ০১৭১৮-৯২৭১০৩ (যশোর), ০১৭১৬-২৩২৯৬২ (মাগুরা),
০১৭১৬-১১৫৫৯৬ (ঝিনাইদহ), ০১৭১২-৭৭২৬৫১ (নড়াইল)
বিজ্ঞাপন বিষয়ক সম্পাদক : ০১৭১৬-২০২৮৩০ (ঢাকা)
চেয়ারম্যান : ০১৯১২-০৭৪১২৬, ০১৬৭৪-৯৯৫৫১৫ (ঢাকা)
সেক্রেটারী : ০১৭১২-৮৭৬৩৩৩ (ঢাকা)
ভাইস চেয়ারম্যান : ০১৭১৮-৯২৭১০৩ (যশোর), ০১৭১৬-২৩২৯৬২ (মাগুরা),
০১৭১৬-১১৫৫৯৬ (ঝিনাইদহ), ০১৭১২-৭৭২৬৫১ (নড়াইল)
বিজ্ঞাপন বিষয়ক সম্পাদক : ০১৭১৬-২০২৮৩০ (ঢাকা)
ব্যাংক একাউন্ট
নাম : মো: হাসানূজ্জামান, মো: ওয়াহিদুল ইসলাম, রাজিব কুমার রক্ষিত
সঞ্চয়ী হিসাব নং: ১২৬১৪
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
পল্টন শাখা, ঢাকা।
নাম : মো: হাসানূজ্জামান, মো: ওয়াহিদুল ইসলাম, রাজিব কুমার রক্ষিত
সঞ্চয়ী হিসাব নং: ১২৬১৪
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
পল্টন শাখা, ঢাকা।
বিজ্ঞাপন দাতার জন্য প্রদত্ত সুযোগ-সুবিধা:
১) ওয়েবসাইটের একটি ফ্রি পেজ দেয়া হবে যেখানে বিজ্ঞাপন দাতা বিজ্ঞাপন সংক্রান্ত যাবতীয় তথ্য ও ছবি রাখতে পারবেন। বিজ্ঞাপনে ক্লিক করলে এইসব তথ্য ও ছবি দেখা যাবে। তথ্য ও ছবি আপডেট করতে কোন খরচ প্রয়োজন হবে না।
২) বিজ্ঞাপন দাতা যেকোন জরুরী বিজ্ঞপ্তি স্বল্প সময়ের জন্য ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি প্রচারের সুযোগ পাবেন।
৩) ওয়েবসাইটের কোন তথ্যের মূল কপি প্রয়োজন হলে সম্পূর্ণ বিনা মূল্যে দেয়া হবে।
৪) ওয়েবসাইট উন্নয়নের সাথে সাথে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে চেষ্টা করা হবে।
২) বিজ্ঞাপন দাতা যেকোন জরুরী বিজ্ঞপ্তি স্বল্প সময়ের জন্য ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি প্রচারের সুযোগ পাবেন।
৩) ওয়েবসাইটের কোন তথ্যের মূল কপি প্রয়োজন হলে সম্পূর্ণ বিনা মূল্যে দেয়া হবে।
৪) ওয়েবসাইট উন্নয়নের সাথে সাথে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে চেষ্টা করা হবে।
মো: হাসানূজ্জামান (বিপুল)
চেয়ারম্যান
বৃহত্তর যশোর ওয়েবসাইট
চেয়ারম্যান
বৃহত্তর যশোর ওয়েবসাইট